WhatsApp প্রাইভেসি পলিসির সঙ্গে একমত না হলে WhatsApp-এর কাছে থাকা সমস্ত ডেটার একটি সম্পূর্ণ ফাইল ইউজারকে নিতে হবে, এর জন্য দু'দিন অপেক্ষা করতে হবে। WhatsApp সেটিংস-এ গিয়ে অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করতে হবে। সেখানে Request Account Info বলে একটি অপশন থাকবে সেটাকে সিলেক্ট করে অ্যাকসেপ্ট করতে হবে। দু'দিন সময় লাগতে পারে, WhatsApp ইউজারের সমস্ত তথ্য ফিরিয়ে দেবে। এছাড়াও Export Report Option-কে বিকল্প হিসেবে বেছে নেওয়া যেতে পারে। এখান থেকে একটি HTML ফর্ম্যাট-এ একটি ফাইল পাওয়া যাবে যেখানে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য থাকবে।
advertisement
এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে ইউজারকে WhatsApp সেটিংস-এ গিয়ে Account অপশস সিলেক্ট করতে হবে। সেখানে ইউজার পারবেন Delete My Account অপশন বেছে নিতে। WhatsApp পুনরায় ফোন নম্বর যাচাই করতে বলবে, তার পরে Delete My Account-এ ট্যাপ করতে হবে। সঙ্গে সঙ্গে WhatsApp-এর সঙ্গে ইউজারের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হবে। WhatsApp কর্তৃপক্ষ জানিয়েছে ইউজারের সব ডেটা মুছে ফেলতে ৯০ দিন সময় লাগতে পারে। তবে তার পরও কিছু তথ্য তাদের কাছে থাকবে তবে সেগুলো কোনও কাজের তথ্য নয়।