TRENDING:

WhatsApp Chat Lock: ফাঁস হবে না গোপন তথ্য! এবার ব্যাক্তিগত চ্যাট লক করুন হোয়াটসঅ্যাপে

Last Updated:

গত বছর থেকেই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp ব্যবহারকারীদের গোপনীয়তা ও সুরক্ষার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার পরীক্ষা করে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নতুন ফিচার আনছে WhatsApp। ‘লক চ্যাট’ নামে একটি ফিচারটি ব্যবহারকারীদের একটি সিঙ্গল চ্যাট লক করে রাখার সুযোগ দেবে। এই ফিচারটি নিয়ে অবশ্য এখনও কাজ চলছে। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই তা রোল আউট করা যেতে পারে।
advertisement

গত বছর থেকেই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp ব্যবহারকারীদের গোপনীয়তা ও সুরক্ষার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার পরীক্ষা করে চলেছে। বেশ কিছু ফিচার রোল আউটও করা হয়েছে। এই তালিকায় একটি জরুরি সংযোজন 'লক চ্যাট' ফিচার।

নাম থেকেই বোঝা যায়, এটি একটি চ্যাট লকিং ফিচার। এর সাহায্যে, ব্যবহারকারীরা WhatsApp-এ একটি সিঙ্গল চ্যাট লক করতে পারবেন। আগেও WhatsApp লক করার ফিচার ছিল। কিন্তু এখন অ্যাপের ভিতরে প্রতিটি চ্যাট লক করা সম্ভব হবে।

advertisement

Wabetainfo-র প্রতিবেদনে এই 'লক চ্যাট' ফিচার সম্পর্কে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, WhatsApp শীঘ্রই মেসেজিং প্ল্যাটফর্মে লক চ্যাট ফিচার আনতে চলেছে।

আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ

নিশ্চিত ভাবে একথা বলা যায় এই ফিচারটি ব্যবহারকারীদের গোপনীয়তা আরও শক্তিশালী করবে এবং নিরাপত্তার একটি নতুন স্তর যুক্ত করবে।

advertisement

Wabetainfo একটি স্ক্রিনশট শেয়ার করেছে, সেখানে দেখা যাচ্ছে ব্যবহহারকারীর ব্যক্তিগত চ্যাট লক করার জন্য ফিঙ্গারপ্রিন্ট অপশন দেওয়া হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট অপশনে টগল করার সঙ্গে সঙ্গেই সেই নির্দিষ্ট চ্যাট লক হয়ে যাবে। এরপর চ্যাট খুলতে গেলে ব্যবহারকারীকে প্রতিবারই আঙুলের ছাপ দিয়ে খুলতে হবে। অন্য কেউ নির্দিষ্ট ওই চ্যাট খুলে দেখতে পারবে না।

advertisement

এডিট ফিচার রোল আউট—

ইতিমধ্যে, WhatsApp নির্বাচিত বিটা টেস্টারদের জন্য এডিটিং ফিচার চালু করছে৷ ব্যবহারকারীদের কি-বোর্ডের উপরে ডিসপ্লে ফন্ট অপশনের যে কোনও একটিতে ট্যাপ করলে ফন্টগুলির মধ্যে দ্রুত স্যুইচ করার অনুমতি পাবেন ব্যবহারকারী। WhatsApp ব্যবহারকারীদের দ্রুত ফন্ট নির্বাচন করার অনুমতি দেয়।

advertisement

ডিজঅ্যাপিয়ারিং মেসেজ—

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

এছাড়াও, সম্প্রতি জানা গিয়েছে যে, WhatsApp শীঘ্রই 'ডিজঅ্যাপিয়ারিং মেসেজ' মোডে নতুন সমসসীমা চালু করতে চলেছে। এখন পর্যন্ত এই মোডটি ২৪ ঘন্টা, ৭ দিন এবং ৯০ দিনের জন্য চালু করা যায়। এরপর আরও নানা ধরনের সময়সীমা কাস্টোমাইজ করা যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp Chat Lock: ফাঁস হবে না গোপন তথ্য! এবার ব্যাক্তিগত চ্যাট লক করুন হোয়াটসঅ্যাপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল