এবার ব্যবহারকারীদের মধ্যে ভিডিও কল আরও জনপ্রিয় করে তুলতে নতুন পদক্ষেপ নিল এই মেসেজিং অ্যাপ ৷ এবার থেকে বয়েস কল করার সময় আপনার স্ক্রিনের ভিডিও কলের একটি অপশন আসবে ৷ আপনি সেটাতে ক্লিক করলে যার সঙ্গে কথা বলছেন তার কাছে একটি অপশন যাবে ভিডিও কল করার ৷ যদি তিনিও রাজি হন তাহলে ভয়েস কল থেকে সরাসরি আপনারা ভিডিও কলও করতে শুরু করে দিতে পারবেন ৷
advertisement
এর আগে ফেসবুক স্টিকার ও GIF অপশন শুরু করা হয়েছিল হোয়াটসঅ্যাপে ৷ হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই গ্রুপ ভিডিও কল চালু করার পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷
Location :
First Published :
January 10, 2018 2:30 PM IST