WABetaInfo-র তরফে জানানো হয়েছে যে, বর্তমানে Channels-এ পোলস ক্রিয়েট করার ক্ষমতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে WhatsApp। এটা মূলত iOS beta আপডেট, ভার্সন 24.1.10.76-এর জন্য লেটেস্ট WhatsApp-এর অংশ।
গত সপ্তাহে অ্যান্ড্রয়েডে বিটা টেস্টারদের জন্য এই ফিচার রোলআউট করা হয়েছে। আর এই নয়া ফিচারের জন্য সুবিধা পাবেন অ্যাডমিন বা চ্যানেল পরিচালনাকারীরা। কীরকম। নির্দিষ্ট কিছুর উপর আগ্রহ বোঝা, ফিডব্যাক সংগ্রহ এবং চ্যানেল ফিডে সকলের সঙ্গে যোগাযোগ করার মতো কাজ তাঁদের জন্য সহজ হয়ে যাবে এবার।
advertisement
এই ফিচার নিজের ফোনে এসেছে কি না, তা পরীক্ষা করার জন্য নিজের চ্যানেলের চ্যাট অ্যাটাচমেন্ট মেন্যু ওপেন করতে হবে। আবার ব্যবহারকারীকে একাধিক জবাব বিকল্প বন্ধ করে একটি একক পছন্দের ভোট সীমাবদ্ধ করার অনুমতি দেয় WhatsApp।
আরও পড়ুন: বাড়িতে এই পশু পুষলেই বদলে যাবে কপাল! অভাব থাকবে না! টাকাই টাকা! সব বাধা কেটে যাবে
এর পাশাপাশি এই ভোট প্রক্রিয়া বেনামী। আর চ্যানেল ক্রিয়েটররা এটা শনাক্ত করতে পারবেন না যে, কারা একটি নির্দিষ্ট ক্যাটাগরি অথবা পরিস্থিতিতে ভোট দিয়েছেন। এর ফলে ভোটদাতাদের গোপনীয়তা বজায় থাকবে। সেই সঙ্গে এর মাধ্যমে চ্যানেল ফলোয়াররাও নিশ্চিন্তে নিজেদের মতামত পেশ করতে পারবেন। আর নির্দিষ্ট কোনও বিষয়ে নিরুদ্বেগ হয়ে ভোটও দিতে পারবেন। এখন iOS এবং অ্যান্ড্রয়েডে WhatsApp বিটা ব্যবহারকারীদের জন্য এই ফিচার রোলআউট করতে শুরু করেছে WhatsApp। খুব শীঘ্রই সমস্ত ব্যবহারকারীর জন্য এই ফিচার প্রকাশ করা হবে।
আর একটি খবরে জানা যাচ্ছে যে, WhatsApp ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই নিজস্ব স্টিকার তৈরি করতে পারবেন। এই ফিচারের মাধ্যমে বিদ্যমান স্টিকারও এডিট করতে সক্ষম হবেন তাঁরা। আর তার জন্য সিলেক্ট করতে হবে ‘Edit Sticker’। নিজের ছবি থেকেও স্টিকার বানাতে পারবেন ব্যবহারকারীরা। এর পাশাপাশি কোনও থার্ড পার্টি টুল অথবা আইওএস এবং অ্যান্ড্রয়েড ফিচার ব্যবহার না করেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ব্যবহারকারীরা। iOS 24.1.10.72-এর জন্য WhatsApp বিটায় এই ফিচার মিলেছে। সীমিত সংখ্যক বিটা টেস্টারদের ফোনেই তা এখন পাওয়া যাচ্ছে।
