Facebook যখন ১৬ বিলিয়ন ডলার খরচ করে WhatsApp কিনে নিয়েছিল তখন অনেকেই মনে করেছিলেন এত মূল্যবান নয় অ্যাপটি। কিন্তু এখন WhatsApp বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চাহিদা পূরণ করে চলেছে। প্রতিদিন বাড়ছে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা। ভবিষ্যতে তা আরও বাড়বে বলে আশা।
advertisement
এই ব্যবহারকারীদের মাধ্যমে সংগৃহীত ডেটা অবশ্যই WhatsApp-র ‘সম্পদ’। প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে সংস্থাটি এখন WhatsApp-এর মাধ্যমে তার আয় বাড়িয়ে নিতে চাইছে। কিন্তু ঘটনা হল, WhatsApp প্রধান এই দাবি পত্রপাঠ খণ্ডন করেছেন। তিনি দাবি করেছেন, খবরটি মিথ্যা। Meta-র তরফে WhatsApp-এ বিজ্ঞাপন আনার কোনও পরিকল্পনা নেই।
এদিকে সংবাদ মাধ্যমের রিপোর্ট স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে Meta, ব্যবহারকারীর চ্যাটের মধ্যে WhatsApp-এ বিজ্ঞাপন দেখাতে চায়। কিন্তু WhatsApp-এর প্রধান উইল ক্যাথকার্ট, শুক্রবার তাঁর X হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়েছেন, এই রিপোর্ট মিথ্যা, তাঁরা এমন কিছুই করছেন না। যদিও WhatsApp ব্যবহারকারীদের জন্য এখনই বিজ্ঞাপন আনার পরিকল্পনা করছে না বলে দাবি করলেও ভবিষ্যতে মেসেজিং অ্যাপে বিজ্ঞাপন দেখানো হতেই পারে, সেই বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়নি।
যাইহোক, সাম্প্রতিক পরিস্থিতিতে ব্যবহারকারীদের মধ্যে এই সন্দেহ বাড়বে বৈকী! কারণ ইতিমধ্যেই Meta ‘ভেরিফাইড’ নামে সাবস্ক্রিপশন পরিষেবা শুরু করেছে Facebook এবং Instagram-এ। এর মাধ্যমে ব্যবহারকারীরা ব্লু টিক পাবেন। ফলে শেষ পর্যন্ত WhatsApp-এও যে বিজ্ঞাপন আসবে না, তা বলা যায় না।
WhatsApp-এ এমন অনেকগুলি ফিচার রয়েছে যা সাবস্ক্রিপশন পরিষেবার অংশ হয়ে উঠতে পারে।
