ওয়েবসাইট WABetaInfo অনুযায়ী, এই ফিচারটি জন্য ব্যবহারকারীদের iOS এর 2.20.81.3 আর অ্যান্ড্রয়েডর 2.20.197.7 ভার্সন ইনস্টল করতে হবে। এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা ShareChat-এর ভিডিও প্লে করলে, সেটি হোয়াটসঅ্যাপের পিআইপি মোডে ভিডিও প্লে হবে। বর্তমানে এই মোডে ইউটিউব আর ফেসবুক ভিডিও প্লে হয়ে থাকে।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ShareChat হিন্দি, ইংলিশ ছাড়া মালায়ালাম, গুজরাটি, মারাঠি, পঞ্জাবী, তেলুগু, তামিল, বাংলা, ওড়িয়া, কান্নড়, অসমিয়া, হরিয়ানভি, রাজস্থানী, ভোজপুরি এবং উর্দু সহ ১৫ টি ভাষায় উপলব্ধ। শেয়ারচ্যাটের মাসিক ৬০ মিলিয়ান সক্রিয় ব্যবহারকারী রয়েছে। WABetaInfo অনুযায়ী, হোয়াটসঅ্যাপ সম্প্রতি এই ফিচারটিড় উপরে লাজ করতে শুরু করেছে।
advertisement
কী এই PIP মোড - এই ফিচারের সুবিধে হল, আপনি চ্যাট করতে করতেই ভিডিও দেখতে পারবেন, এক চ্যাট থেকে অন্য চ্যাটে গেলেও ভিডিওটি চলতে থাকবে। এছাড়াও ‘পিকচার ইন পিকচার’ মোডে ভিডিও যেহেতু একটি পপ আপ হিসেবে চলবে, আপনি চাইলে চ্যাটে ফেরত যেতে পারেন, ফরোয়ার্ড করতে পারেন, বা ভিডিও পজ করে রাখতে পারেন।