TRENDING:

এক টন, ২ টন! এসি কিনতে গেলে শুনতে হয় এই 'টন' শব্দটি, এর মানে কী? জেনে নিন

Last Updated:

Air Conditioner: এসি কিনতে গেলে টন শব্দটা শুনতে হয়! এই টন মানে কী? জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গ্রীষ্মকাল কড়া নাড়ছে দরজায়। ঘরে ঘরে ধীরে ধীরে এসি চালু হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা ভাইরাল হয়েছে। একজন ইউজার জিজ্ঞাসা করেছেন, এসি তে টন শব্দটির মানে কী? এই প্রশ্নের উত্তরে অনেকে অনেক কিছুই লিখেছেন। আসুন জেনে নেওয়া যাক, এসি-তে টন শব্দটার মানে কী!
এসির তাপমাত্রা ২৪ ডিগ্রির নীচে নামাবেন না। তাতে বেশি ইউনিট খরচ হয়। ইনভার্টার এসি কিনতে পারলে সবচেয়ে ভাল, একান্তই তা না পারলে এনার্জি সেভিং মোড অন করে রাখুন। তাতে আপনার ইলেকট্রিক বিল অনেকটাই সাশ্রয় হবে।
এসির তাপমাত্রা ২৪ ডিগ্রির নীচে নামাবেন না। তাতে বেশি ইউনিট খরচ হয়। ইনভার্টার এসি কিনতে পারলে সবচেয়ে ভাল, একান্তই তা না পারলে এনার্জি সেভিং মোড অন করে রাখুন। তাতে আপনার ইলেকট্রিক বিল অনেকটাই সাশ্রয় হবে।
advertisement

অনেকেই যখন এসি কিনতে যান তখন দোকানদার শোরুমে তাদের জিজ্ঞাসা করে, কত টন এসি লাগাতে হবে! এই প্রশ্নে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। ভাবেন, টন আসলে কী! এই টনের হিসেব কীভাবে কাজ করে!

আরও পড়ুন- দশ গোল দেবে AC-র ঠান্ডাকে! 'পকেট ফ্রেন্ডলি' দামে বাড়ি আনুন এই পুঁচকে Super ফ্যান

advertisement

যে কোনো এসির টন এক ঘণ্টায় এয়ার কন্ডিশনার দ্বারা উত্তোলিত তাপের পরিমাণ বলে। আসলে টন মানে এসির ক্ষমতা। এসির দ্রুত ঠাণ্ডা করার ক্ষমতা টন-এর উপর নির্ভর করে।

সাধারণত ছোট বেডরুমের জন্য এক টন এসি নেন অনেকে। বড় ঘর হলে দেড় টন। একই সঙ্গে এটাও বলা হয় যে, এক টনের এসি দিনে এক হাজার কেজি জল বরফে পরিণত করতে পারে।

advertisement

আরও পড়ুন- কাঠের কাজ করে সংসার চলে, সেই ব্যক্তি এমন গাড়ি বানালেন রাস্তায় দেখে সবাই হা

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

বিশেষজ্ঞদের অনেকে বলেন, যে পরিমাণ শক্তি জলকে বরফে রূপান্তরিত করতে খরচ হয় তাকে টন বলে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমনই সব উত্তর ভাইরাল হচ্ছে। আসলে যে কোনো এসির ধারণক্ষমতাকে টন বলা হয়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এক টন, ২ টন! এসি কিনতে গেলে শুনতে হয় এই 'টন' শব্দটি, এর মানে কী? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল