তাই মোটরসাইকেলে এমন সমস্ত বৈশিষ্ট্য বা ফিচার দেওয়া হচ্ছে, যা রাইডিংয়ের অভিজ্ঞতাকে আরও ভাল এবং উন্নত করে তোলে। আজকের প্রতিবেদনে আমরা বাইকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার ABS সিস্টেম সম্পর্কে আলোচনা করে নেব। তাই জেনে নেওয়া যাক, ABS ফিচার কী আর কেনই বা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ABS আসলে কী?
বলে রাখা ভাল যে, যখন কেউ বাইকে চড়েন বা চালান, তখন তাঁকে ব্রেক কষতেই হয় বা ব্রেক ব্যবহার করতেই হয়। আসলে মোটরসাইকের যাতে পিছলে না যায়, সেই দিকটা প্রতিরোধ করার কাজ করে ABS সিস্টেম। যে বাইকে এই সিস্টেম ইনস্টল করা থাকে, তা সহজেই পিছলে পড়ে যায় না। আর ABS-এর পুরো কথাটি হল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (Anti Lock Braking System)।
advertisement
কিন্তু কীভাবে কাজ করে ABS?
অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের তিনটি অংশ রয়েছে। আর সেই তিনটি অংশ হল – ECU কিট, ব্রেক এবং হুইল স্পিড সেন্সর। আর এই সব কটিই ইনস্টল করা থাকে বাইকের সামনের এবং পিছনের চাকায়। আসলে স্পিড সেন্সর চাকার লক আপ মনিটর করে। আচমকা ব্রেক কষার প্রয়োজন হলে এই জিনিসটি একটি নির্দিষ্ট দূরত্বেই চাকাটিকে প্রতিরোধ করে।
আরও পড়ুন- ফাইভ স্টার থ্রি স্টার…! এসি-র স্টার বেশি হলে সত্যি কি কমে ইলেকট্রিক বিল? ‘সত্যিটা’ কী?
ABS কীভাবে সাহায্য করে?
ABS-এর সবথেকে বড় সুবিধা হল, বাইক আরোহী যত দ্রুতই বাইক চালান না কেন, এতে লাগানো ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বাইকটিকে পিছলে পড়ে যেতে দেয় না এবং এটি দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস করে দেয়। শুধু তা-ই নয়, বাইকের স্ক্রিনে একটি আলো ভেসে ওঠে। আর এই আলোটিই নির্দেশ করে যে, এই সিস্টেমটি সঠিক ভাবে কাজ করছে।
ABS-এর সুবিধা কী?
ABS-এর সাহায্যে জরুরিকালীন অবস্থায় ব্রেক কষলে কিংবা এমার্জেন্সি ব্রেকিংয়ের ক্ষেত্রে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে না। এমনকী বাইক যত বেশি স্পিডেই থাকুক না কেন, তা সত্ত্বেও বাইকটি নিয়ন্ত্রণ হারায় না। আর বাইকটি পিছলে যায় না। এর পাশাপাশি বাইকটি একটি সরলরেখায় থামার ক্ষেত্রেও এটি সহায়ক হয়ে ওঠে।