যারা ভিডিও গেম খেলার ঘোরতর বিরোধী তাঁরা বলবে এই গেম খেলা মানে হচ্ছে অযথা জীবনের মূল্যবান সময় নষ্ট করা। কিন্তু বেশিরভাগ মানুষই যারা এই গেমে মগ্ন থাকেন তাঁরা অনুভব করেছেন যে এই গেম খেললে তাদের স্ট্রেস বা মানসিক চাপ অনেক কমে যায়। বিশেষ করে যারা অফিসে কাজ করেন তাঁরা সর্বক্ষণ চাপের মধ্যে থাকেন। সেই চাপ থেকে ক্ষণিকের মুক্তি পাওয়া যায় ভিডিও গেম খেলে। একই ফিডব্যাক পাওয়া যায় কোনও কঠিন পরীক্ষার আগের রাত্রে পরীক্ষার্থীদের কাছ থেকে। তাঁরাও এই গেম খেলে পরীক্ষার চাপ থেকে মুক্ত বোধ করেন।
advertisement
ছোটদের গেম বাদ দিয়ে এমন অনেক গেম আছে যা বেশ কঠিন। সেগুলো খেলতে গেলে ধৈর্য এবং অধ্যাবসায় দুটোরই প্রয়োজন হয়। তার সঙ্গে প্রয়োজন হয় কো অরডিনেশনের। আর গেম খেললে আপনা আপনিই এগুলো শিখে ফেলেন অনেকে। যেহেতু একটা গেমে একেকটা লেভেল বা স্টেপ পার হয়ে যেতে হয় সেহেতু অনেক বুঝে শুনে বুদ্ধি করে পা ফেলতে হয়। ভুল সিদ্ধান্ত নিলে খেলা ছেড়ে বেরিয়ে আসতে হয়। একজন গেমারের কাছে যা অত্যন্ত হতাশাজনক। তাই যারা নিয়মিত ভিডিও গেম খেলেন তাঁরা সিদ্ধান্ত নিতে শিখে যান। অনেক ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তাঁদের বাস্তব কর্ম জীবনেও কাজে এসে যায়।
