ঘটনাটি ঘটেছে অফিসার সিটি-২, সোসাইটি অফ রাজনগর এক্সটেনশন, গাজিয়াবাদে। এখানে একটি ফ্ল্যাটের বারান্দায় রাখা একটি ওয়াশিং মেশিনে আগুন ধরে যায়। বারান্দায় আগুন জ্বলতে দেখেছেন কয়েকজন। এরপর অনেক লোকজন জড়ো হয়ে ফ্ল্যাটে পৌঁছে আগুন নেভান।
আরও পড়ুন: এসি থেকে এই শব্দ, গন্ধ বেরোলেই সাবধান! যে কোনও সময় হতে পারে বিস্ফোরণ! জানুন কী করবেন
advertisement
কড়া রোদে ওয়াশিং মেশিন রাখা উচিত নয়
বিশেষজ্ঞরা বলছেন, গরমে ওয়াশিং মেশিন এমন জায়গায় রাখা উচিত নয় যেখানে কড়া রোদ থাকে। ওয়াশিং মেশিনের মোটরে তরল তেল থাকে। যদি এটি উচ্চ তাপমাত্রায় পৌঁছায় তবে এতে আগুন ধরতে পারে। এছাড়া সূর্যের আলোতে রাখা অবস্থায় মেশিনের সুইচ চালু থাকলে আগুন লাগার আশঙ্কাও বেড়ে যায়। গাজিয়াবাদে আগুন লেগেছে কারণ মেশিনটি রোদে রাখা হয়েছিল। যদি মেশিনটিকে সূর্যের আলোতে রাখা ছাড়া উপায় না থাকে, তাহলে একটি মোটা কাপড় দিয়ে ঢেকে সুইচটি বন্ধ রাখতে হবে।
এসিতেও আগুন লাগতে পারে
ইন্দিরাপুরমের শক্তিখণ্ডে অবস্থিত একটি ফ্ল্যাটে লাগানো একটি স্প্লিট এসিতে আগুন লেগে যায়। এই কারণে ঘরেও আগুন ধরে যায়। পুলিশ ও ফায়ার ব্রিগেডের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। দুর্ঘটনার সময় এসি চলছিল। বেশিরভাগ বাড়িতেই এখন স্প্লিট এসি রয়েছে, যার একটি অংশ বাড়ির বাইরে থাকে যা গরম বাতাস বাইরে বের করে দেয়। যদি সেই অংশটি প্রবল সূর্যালোকের সংস্পর্শে আসে তবে আগুন লাগার ঝুঁকি বাড়তে পারে।
একটানা কয়েক ঘণ্টা চললেও শর্ট সার্কিটের কারণে তাপ বা আগুনের কারণে এসি কম্প্রেসার ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। তাই উচ্চ তাপমাত্রায় একটানা দুই ঘণ্টার বেশি এসি চালানো উচিত নয়।