এবার ১,৬৯৯ ও ১,৯৯৯ টাকায় নতুন দুটি প্ল্যান নিয়ে এসেছে ভোডাফোন ৷ ১,৬৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা হোম ও রোমিং দুটোতেই আনলিমিটেড ফোন করতে পারবেন ৷ পাশাপাশি থাকছে ১০০টি মেসেজ ৷ ২০ জিবি ৪জি/৩জি ডেটা থাকছে ৪জি ফোন ব্যবহারকারীদের জন্য ৷ যাদের ৪জি স্মার্টফোন নেই তারা ১৬জিবি ডেটা পাবেন ৷ অন্যদিকে, ১,৯৯৯ টাকার প্ল্যানে একই পরিষেবা পাবেন গ্রাহকরা ৷ বাড়তি হিসেবে ২০ জিবি-র বদলে পেয়ে যাবেন ২৪ জিবি ডেটা ৪জি/৩জি ডেটা ৪জি ফোনে ৷ ২০ জিবি থাকবে যাদের ৪জি স্মার্টফোন নেই তাদের জন্য ৷
advertisement
বেশ কয়েকটি সার্কেল যেমন মুম্বইয়ে গ্রাহকদের জন্য থাকছে ২,৯৯৯ টাকার একটি অফার ৷ এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ৪০ জিবি ৪জি/৩জি ডেটা ৪জি ফোনে ৷ ৩০ জিবি যাদের ৪জি স্মার্টফোন নেই তাদের জন্য ৷
Location :
First Published :
January 25, 2017 3:20 PM IST