TRENDING:

ভোডাফোনের নতুন চমক, আনলিমিটেড কলের সঙ্গে মিলবে ৪০ জিবি ডেটা !

Last Updated:

ভোডাফোন ব্যবহারকারীদের জন্য সুখবর ! পোস্টপেড গ্রাহকদের জন্য নতুন অফারের ঘোষণা করল মোবাইল নেটওয়ার্কের প্রদানকারী সংস্থা ভোডাফোন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভোডাফোন ব্যবহারকারীদের জন্য সুখবর ! পোস্টপেড গ্রাহকদের জন্য নতুন অফারের ঘোষণা করল মোবাইল নেটওয়ার্কের প্রদানকারী সংস্থা ভোডাফোন ৷ ভোডাফোন রেড প্ল্যানে এবার গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড কল করার সঙ্গে সঙ্গে ৪০ জিবি ডেটা ৷ রিল্যায়েন্স জিও-কে টেক্কা দিতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ভোডাফোন রেড অফার নিয়ে এল ভোডাফোন ৷ এই মাসের শুরুতেই ভোডাফোন রেড  নিয়ে এসেছিল সংস্থা ৷ এবার তাতে আরও দুটো নতুন প্ল্যান যোগ করা হয়েছে ৷
advertisement

এবার ১,৬৯৯ ও ১,৯৯৯ টাকায় নতুন দুটি প্ল্যান নিয়ে এসেছে ভোডাফোন ৷ ১,৬৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা হোম ও রোমিং দুটোতেই আনলিমিটেড ফোন করতে পারবেন ৷ পাশাপাশি থাকছে ১০০টি মেসেজ ৷ ২০ জিবি ৪জি/৩জি ডেটা থাকছে ৪জি ফোন ব্যবহারকারীদের জন্য ৷ যাদের ৪জি স্মার্টফোন নেই তারা ১৬জিবি ডেটা পাবেন ৷ অন্যদিকে, ১,৯৯৯ টাকার প্ল্যানে একই পরিষেবা পাবেন গ্রাহকরা ৷ বাড়তি হিসেবে ২০ জিবি-র বদলে পেয়ে যাবেন ২৪ জিবি ডেটা ৪জি/৩জি ডেটা ৪জি ফোনে ৷ ২০ জিবি থাকবে যাদের ৪জি স্মার্টফোন নেই তাদের জন্য ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

বেশ কয়েকটি সার্কেল যেমন মুম্বইয়ে গ্রাহকদের জন্য থাকছে ২,৯৯৯ টাকার একটি অফার ৷ এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ৪০ জিবি ৪জি/৩জি ডেটা ৪জি ফোনে ৷ ৩০ জিবি যাদের ৪জি স্মার্টফোন নেই তাদের জন্য ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভোডাফোনের নতুন চমক, আনলিমিটেড কলের সঙ্গে মিলবে ৪০ জিবি ডেটা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল