নতুন ৪জি ভোডাফোন প্রি পেড সিম কার্ড যারা নেবেন কেবল তারাই এই অফার পাবেন ৷ ডেটার পাশাপাশি আনলিমিটেড লোকাল ও এসটিডি ফোন কলেরও সুবিধা পাবেন গ্রাহকরা ৷ তবে প্যাকটির মূল্য সামান্য বদলাতে পারে আপনার এলাকা অনুযায়ী ৷ ৭০ দিনের ভ্যালিডিটি কেবল প্রথম রিচার্জেই মিলবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷ দ্বিতীয় রিচার্জ থেকে মাত্র ৩৫ দিনের জন্য মিলবে ভ্যালিডিটি ৷
advertisement
পুরনো গ্রাহকরা একই পরিষেবা পাবেন ৩৪৬ টাকায় ৷ অফারটি ভ্যালিডিটি থাকবে ৩৪৬ দিনের জন্য ৷ যে কোনও নেটওয়ার্কে আনলিমিডেট ভয়েস কল করা যাবে ৷ কিন্তু দিনে কেবল ৩০০ মিনিট ও সপ্তাহে ১২০০ মিনিট ৷
Location :
First Published :
July 29, 2017 9:29 AM IST