TRENDING:

ফোনে SIM না থাকলেও করতে পারবেন ফোন, মিলবে ডেটা পরিষেবাও

Last Updated:

eSIM পরিষেবার পাশাপাশি ডিভাইসের লিস্টও জারি করা হয়েছে সমস্থার তরফে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের মধ্যে eSIM ব্যবহারের প্রবণতা অনেকটাই বেড়েছে ৷ ভারতী এয়ারটেলের পর এবার ভোডাফোন আইডিয়া লঞ্চ করেছে eSIM পরিষেবা ৷ ভোডাফোন আপাতত কেবল পোস্টপেড গ্রাহকদের জন্য এই পরিষেবা নিয়ে এসেছে ৷ কেবল দিল্লি, গুজরাত ও মুম্বই সার্কেলে এই পরিষেবা মিলছে ৷ এর জেরে গ্রাহকরা বিনা কোনও ফিজিক্যাল সিম কার্ড ফোন নম্বর ব্যবহার করতে পারবেন ৷ শুরুর দিকে কয়েকটি ডিভাইসেই এই সুবিধা মিলবে ৷ দেখে নিন কীভাবে পরিষেবা কাজ করবে ৷
advertisement

eSIM পরিষেবার পাশাপাশি ডিভাইসের লিস্টও জারি করা হয়েছে সংস্থার তরফে ৷ নতুন এই সুবিধা আপাতত iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone SE, iPhone XS, iPhone XS Max ও iPhone XR-এ মিলবে ৷

হাই-এন্ড ডিভাইসে e-SIM ইন্টিগ্রেটেড সিম চিপের মতো কাজ করবে ৷ অর্থাৎ এর জন্য ফোনে আলাদা করে কোনও সিম লাগানোর দরকার নেই ৷ ফোনের পাশাপাশি ডেটা ব্যবহার ও এসএমএস ব্যবহারেরও সুবিধা পাবেন গ্রাহকরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

এর জন্য সবচেয়ে প্রথমে ‘eSIM email id’ টাইপ করে মেসেজ পাঠাতে হবে 199 নম্বরে ৷ আপনার ইমেল আইডি মোবাইল নম্বরের সঙ্গে রেজিস্টার্ড না থাকলে ‘email email id’ লিখে 199 নম্বরে পাঠাতে হবে ৷ একবার ইমেল ভ্যালিডেট হওয়ার পর 199 নম্বরে থেকে আপনার কাছে মেসেজ আসবে ৷ ‘ESIMY’ লিখে মেসেজের উত্তর দিতে হবে আপনাকে ৷ এরপর আরও একটি মেসেজ আসবে ৷ এরপর ই-মেল আইডিতে QR কোড আসবে ৷ কোডটি স্ক্যান করার পর ই-সিম অ্যাক্টিভেট হয়ে যাবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোনে SIM না থাকলেও করতে পারবেন ফোন, মিলবে ডেটা পরিষেবাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল