eSIM পরিষেবার পাশাপাশি ডিভাইসের লিস্টও জারি করা হয়েছে সংস্থার তরফে ৷ নতুন এই সুবিধা আপাতত iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone SE, iPhone XS, iPhone XS Max ও iPhone XR-এ মিলবে ৷
হাই-এন্ড ডিভাইসে e-SIM ইন্টিগ্রেটেড সিম চিপের মতো কাজ করবে ৷ অর্থাৎ এর জন্য ফোনে আলাদা করে কোনও সিম লাগানোর দরকার নেই ৷ ফোনের পাশাপাশি ডেটা ব্যবহার ও এসএমএস ব্যবহারেরও সুবিধা পাবেন গ্রাহকরা ৷
advertisement
এর জন্য সবচেয়ে প্রথমে ‘eSIM email id’ টাইপ করে মেসেজ পাঠাতে হবে 199 নম্বরে ৷ আপনার ইমেল আইডি মোবাইল নম্বরের সঙ্গে রেজিস্টার্ড না থাকলে ‘email email id’ লিখে 199 নম্বরে পাঠাতে হবে ৷ একবার ইমেল ভ্যালিডেট হওয়ার পর 199 নম্বরে থেকে আপনার কাছে মেসেজ আসবে ৷ ‘ESIMY’ লিখে মেসেজের উত্তর দিতে হবে আপনাকে ৷ এরপর আরও একটি মেসেজ আসবে ৷ এরপর ই-মেল আইডিতে QR কোড আসবে ৷ কোডটি স্ক্যান করার পর ই-সিম অ্যাক্টিভেট হয়ে যাবে ৷