Vivo Y300 5G-এর দাম: আপাতত Vivo Y300 5G-এর দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। আর ৮জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ২৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
advertisement
প্রিবুক অফার: Vivo Y300 5G-এর বিক্রি শুরু হবে ২৬ নভেম্বর থেকে। এখন Vivo India-এর ই-স্টোর থেকে প্রি-বুকিং করতে পারেন গ্রাহক। এতে ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। সঙ্গে গ্রাহক প্রতিদিন ৪৩ টাকার ইএমআই-এ কেনার সুবিধাও পাবেন।
নির্দিষ্ট কিছু গ্রাহকের জন্য থাকছে অতিরিক্ত ১০০০ টাকা ছাড় এবং ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধা। Vivo Y300 5G-এর সঙ্গে Vivo TWS 3e ইয়ারবাড মাত্র ১,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আলাদাভাবে কিনলে দাম পড়বে ১,৮৯৯ টাকা।
স্পেসিফিকেশন: Vivo Y300 5G ভারতে তিনটি রঙেপাওয়া যাচ্ছে। এমেরাল্ড গ্রিন, ফ্যান্টম পার্পল, এবং টাইটানিয়াম সিলভার। এতে দেওয়া হয়েছে ফুল-HD+ (1,080 x 2,400 পিক্সেল) AMOLED স্ক্রিন, যার 120Hz রিফ্রেশ রেট, 1,800 নিটস পিক ব্রাইটনেস এবং 394ppi পিক্সেল ডেনসিটি।
Vivo Y300 5G মডেলে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে যা 8GB LPDDR4X RAM-এর সঙ্গে যুক্ত। RAM ভার্চুয়াল পদ্ধতিতে আরও 8GB বাড়াতে পারেন ইউজার। 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য এই মডেল আদর্শ। এতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। পিছনে 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর ডেপ্থ সেন্সর 2 MP-এর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 32MP ক্যামেরা রয়েছে, যা AI-পাওয়ার্ড এনহান্সমেন্ট সহ কাজ করে। এই স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্যগুলো Vivo Y300 5G-কে প্রিমিয়াম ডিভাইসের মর্যাদা দিয়েছে।
ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট উন্নত। দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি, যা 80W ওয়াট তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, একেবারে শূন্য থেকে মাত্র আধ ঘণ্টায় ৮০ শতাংশ পর্যন্ত চার্জ উঠবে এতে। এছাড়াও ডুয়াল স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ধুলো ও জলের ছিটে লাগলেও সম্পূর্ণ সুরক্ষিত থাকবে IP64 রেটিং-এর এই ফোন।