মনে করা হচ্ছে Vivo Y200 5G শীঘ্রই লঞ্চ করবে এই দেশে। দিন কয়েক আগে Google Play Console-এ দেখা গিয়েছে এই ফোনটির ঝলক। আর সাম্প্রতিক একটি রিপোর্টে জানানো হয়েছে, এই স্মার্টফোনের স্পেসিফিকেশন, দাম এবং লঞ্চের সময়। Vivo-র তরফে সম্প্রতি স্মার্টফোনটিকে টিজ করা হয়েছে।
আরও পড়ুন: আবার ভোল বদল হোয়াটসঅ্যাপের, বদলে যাবে লুক, নতুন কী যোগ হচ্ছে এবারে?
advertisement
এক গণমাধ্যমের প্রতিবেদন দাবি করা হয়েছে চলতি মাসের শেষ দিকেই লঞ্চ করতে পারে Vivo Y200 5G। ভারতে নতুন স্মার্টফোনের দাম হতে পারে ২৪ হাজার টাকা কম। মনে করা হচ্ছে, এতে থাকতে পারে AMOLED ডিসপ্লে, OIS সাপোর্ট-সহ একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
এছাড়াও একটি প্রতিবেদনে Vivo Y200 5G সম্পর্কে কিছু স্পেসিফিকেশনের কথা বলা বলা হয়েছে। ওই প্রতিবেদনের ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ডিভাইসটি ৮জিবি RAM ও Snapdragon 4 Gen 1 SoC সমণ্বিত হতে পারে। এতে থাকতে পারে ৬.৬৭-ইঞ্চি স্ক্রিন। Android 13-ভিত্তিক Funtouch OS 13 হতে পারে এর চালিকাশক্তি। ৪৪W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ একটি ৪,৮০০mAh ব্যাটারি এর সঙ্গে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: WhatsApp চ্যানেল নিয়ে বিরক্ত? দেখে নিন অ্যান্ড্রয়েড ও আইফোনে হাইড করার উপায়
Google Play Console-এও দেখা গিয়েছে এই ফোনটি। সেখানে Vivo Y200 5G-তে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ দেখানো হয়েছে। সামনের দিকে, ডিভাইসটি স্ক্রিনের কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট ফিচার থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
সংস্থার তরফে ইতিমধ্যেই Vivo Y200 5G লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে। সংস্থার X হ্যান্ডলে পোস্টে টিজও করা হয়েছে, সেখানে দাবি করা হয়েছে ‘শীঘ্রই আসছে’। তবে ঠিক কবে লঞ্চ করা হবে ভারতে, সেই বিষয়ে এখনও কিছু উল্লেখ করা হয়নি।