TRENDING:

Vivo X100 Pro কিনবেন ভাবছেন? বছরের শুরুতেই বাজার কাঁপাচ্ছে এই ফোন

Last Updated:

Vivo: Vivo-র এই ফোনটি বছরের শুরু থেকেই বাজার কাঁপাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্মার্টফোন ক্রমাগত উন্নত হচ্ছে। আর সেবিষয়ে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে ক্যামেরা, একথা বলাই যায়। Vivo X100 Pro-র কথাই ধরা যাক। শুধুমাত্র অত্যাধুনিক ক্যামেরাই এই ফোনটিকে সকলের কাছে জনপ্রিয় করে তুলতে পারে।
advertisement

নতুন বছরে বাজার মাতাচ্ছে Vivo X100 সিরিজ। এর মধ্যে Vivo X100 Pro রিলিজ করে ৮৯,৯৯৯ টাকায়। আম নাগরিকের সাধ্যের বাইরে হলেও যাঁরা ছবি তুলতে ভালবাসেন বা পেশাদার চিত্রগ্রাহক তাঁদের জন্য আদর্শ হতে পারে এই ফোনটি।

আরও পড়ুন- পেট্রোল পাম্পে ঠকবাজি কী করে হয়? বাঁচার উপায় কী? টাকা বাঁচাতে দেখে নিন

advertisement

গত কয়েক বছরে পেশাদার চিত্রগ্রাহকরাও তাঁদের স্মার্টফোনে ছবি তুলতে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাঁরা বেশির ভাগ সময়ই ক্যামেরার বদলে স্মার্টফোন ব্যবহার করেন। সেক্ষেত্রে iPhone যেমন খুব ভাল বিকল্প, তেমনই ভাল হতে পারে Vivo-র এই ফোনটি।

Vivo X সিরিজের অন্যতম আকর্ষণ ক্যামেরা। সেই উত্তরাধিকার মেনেই এসেছে X100 Pro। গত বছর রিলিজ করা X90 Pro-এর মতোই, এই ফোনটিতেও রয়েছে Sony ‘s IMX989 সেন্সর-সহ প্রাইমারি ক্যামেরা।

advertisement

এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ১৫ mm ফোকাল লেন্থ। নতুন টেলিফোটো ক্যামেরাটিতে রয়েছে ৪.৩x অপটিক্যাল জুম এবং একটি ১০০mm লেন্স-সহ ৫০ মেগাপিক্সেল সেন্সর।

এটিতে রয়েছে নতুন Vario-Apo-Sonnar এলিমেন্ট এবং Zeiss’ APO ‘ফ্লোটিং ডিজাইন’। এর অর্থ হল, লেন্সটি সামনে এবং পিছনে সরে যেতে পারে, ফলে বিভিন্ন দূরের বিষয়গুলিতে ফোকাস করতে দেয়।

advertisement

একটি ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স থাকায় X100 Pro দিয়ে তোলা ছবি ৪.৩x অপটিক্যাল জুম ব্যবহার করে নিখুঁত হতে পারে। ৫০ মেগাপিক্সেল জুম লেন্সটি দূরের বিষয়গুলিকে শার্প করে তুলতে পারে৷ শুধু তাই নয়, টেলিফোটো লেন্স কম-আলোতেও দারুণ কাজ করে। যেকোনও স্মার্টফোন ক্যামেরায় এটা বেশ বিরল একথা বলাই যায়।

আরও পড়ুন- সহজে ট্র‍্যাক করা যায় গাড়ি, তার জেরেই বিপদ! প্রযুক্তিই শেষে বুমেরাং

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত তিন বছরে Vivo তার ফ্ল্যাগশিপ X-সিরিজের সঙ্গে MediaTek-কে জড়িয়ে নিয়েছে। X100 Pro-এ অবশ্য এই প্রথমবার দেখা হল টপ-অফ-দ্য-লাইন MediaTek Dimensity 9300 SoC। এতে রয়েছে জিবি ১৬ RAM, ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট। ৫,৪০০mAh ব্যাটারি এই ফোনকে আরও বেশি শক্তি জোগায়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Vivo X100 Pro কিনবেন ভাবছেন? বছরের শুরুতেই বাজার কাঁপাচ্ছে এই ফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল