টিজার পেজের তথ্য অনুযায়ী, Vivo V29e ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট-আপ থাকতে পারে। যা একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর ওআইএস সাপোর্ট করবে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হতে পারে। একটি ৩ডি কার্ভড স্ক্রিন-সহ এই ফোনকে সবচেয়ে পাতলা ফোন হিসাবে দাবি করা হচ্ছে। এই ফোনের দাম ২৫,০০০ টাকা থেকে শুরু হতে পারে এবং ৩০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। Vivo V29e ফোন ৭.৫৭ এমএম পাতলা এবং এর ওজন ১৮০.৫ গ্রাম।
advertisement
আরও পড়ুন: অ্যান্ড্রয়েড ফোন আছে? ‘আন তু তু বেঞ্চমার্ক’ ব্যবহার করে দেখে নিন আপনার ফোনের শক্তি!
অতীতের ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Vivo V29e ফোন দুটি বিকল্পে লঞ্চ করা হতে পারে। যথা – ৮ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি RAM ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ বিকল্প। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক FunTouchOS ১৩-এ চলতে পারে। এই ফোন একটি Snapdragon 480 5G SoC বা Snapdragon 480+ 5G SoC দ্বারা চালিত হতে পারে। এতে ৮০W চার্জিং এর সাপোর্টও রয়েছে। এই ফোন একটি ৪৬০০ mAh ব্যাটারি দ্বারা চালিত হতে পারে।
আরও পড়ুন: কেন Error 404 আসে? এই নম্বরের নেপথ্যে রহস্য কী জানেন? ৯৯ শতাংশ মানুষই কিন্তু ডাহা ফেল!
চলতি বছরের জুন মাসে চেক প্রজাতন্ত্রে লঞ্চ করা Vivo V29 Lite 5G ফোনের উত্তরসূরি হিসাবে এই ফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। মনে করা হচ্ছে যে, Vivo V29e ফোন জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে এই দেশে বিক্রি করা হবে। কিন্তু ভারতে এই Vivo V29e ফোন কবে লঞ্চ করা হবে, সেই বিষয়ে এখনও অফিসিয়ালি কোনও তারিখ ঘোষণা করা হয়নি।
Vivo India ওয়েবসাইটে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে। যেখানে Vivo V29e ফোনের বেশ কিছু ফিচার সকলের সামনে আনা হয়েছে। এই ফোনের বাকি ফিচার জানতে লঞ্চ হওয়া অবধি অপেক্ষা করতে হবে।