TRENDING:

২১ মার্চ লঞ্চ করা হতে পারে Vivo T3 5G; আগেভাগে জেনে নিন দাম এবং ফিচার

Last Updated:

Vivo দ্বারা শেয়ার করা তথ্য অনুযায়ী, Vivo T3 5G ফোনে MediaTek Dimensity 7200 চিপসেট রয়েছে এবং এই ফোনের পিছনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Vivo T3 5G Launch Date: জনপ্রিয় মোবাইল কোম্পানি Vivo নিশ্চিত করেছে যে ভারতে লঞ্চ করা হতে চলেছে Vivo T3 5G ফোন। Vivo কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই স্মার্টফোনটি আগামী ২১ মার্চ ভারতে আত্মপ্রকাশ করবে। স্মার্টফোনটি ইতিমধ্যেই জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এক্সক্লুসিভ হিসাবে নিশ্চিত করা হয়েছে এবং এই মাসের Nothing Phone 2a, Realme 12, Realme 12+ 5G, iQOO Z9 5G-সহ সাম্প্রতিক মিড-রেঞ্জ ফোনের লঞ্চের সারিতে যোগ দিতে চলেছে। অর্থাৎ আগামী দিনে ভারতে লঞ্চ হতে চলেছে নামীদামী কোম্পানির একাধিক মিড-রেঞ্জ স্মার্টফোন।
২১ মার্চ লঞ্চ করা হতে পারে Vivo T3 5G
২১ মার্চ লঞ্চ করা হতে পারে Vivo T3 5G
advertisement

Vivo দ্বারা শেয়ার করা তথ্য অনুযায়ী, Vivo T3 5G ফোনে MediaTek Dimensity 7200 চিপসেট রয়েছে এবং এই ফোনের পিছনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Vivo T3 5G ফোন নীল রঙে আসা নিশ্চিত করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক বাজারে আসন্ন Vivo T3 5G ফোনের ফিচার এবং সমস্ত খুঁটিনাটি।

advertisement

Vivo T3 5G ফোনের প্রত্যাশিত ফিচার এবং দাম –

টিপস্টার অভিষেক যাদবের থেকে লিকড হওয়া তথ্য অনুসারে, Vivo T3 5G ফোন ১২০Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৬৭-ইঞ্চির ফুল HD+OLED ডিসপ্লে বৈশিষ্ট্যযুক্ত হতে পারে। স্মার্টফোনটি MediaTek 7200 SoC দ্বারা চালিত হতে পারে এবং সমস্ত গ্রাফিক্সের কাজের জন্য একটি আর্ম মালি G610 GPU-এর সঙ্গে যুক্ত। Vivo T3 5G ফোনে LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ থাকতে পারে।

advertisement

অপটিক্সের ক্ষেত্রে, স্মার্টফোনটিতে একটি ডুয়াল ক্যামেরা সেন্সর এবং একটি ২MP সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। সমস্ত সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ১৬MP ফ্রন্ট-ফেসিং শ্যুটারও আশা করা হচ্ছে। Vivo T3 5G ফোন একটি ৫০০০mAh ব্যাটারি দ্বারা চালিত হতে পারে, যা একটি ৪৪W দ্রুত চার্জারের সঙ্গে যুক্ত হতে পারে। কানেক্টিভিটির ক্ষেত্রে, এই ফোনে ৫জি ব্যান্ড থাকতে পারে এবং ব্লুটুথ সংস্করণ 5.3, WiFi 6, বোর্ডে ডুয়াল স্টেরিও স্পিকার সেটআপ সহ আসতে পারে। এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্প্ল্যাশ এবং ধুলো প্রতিরোধের জন্য একটি IP৫৪ রেটিংও থাকতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Vivo-এর আসন্ন স্মার্টফোনের ৮GB RAM/ ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা হতে পারে। এই বিষয়ে মনে রাখা প্রয়োজন যে লিকড হওয়া তথ্য অনুযায়ী এইগুলি জানা গিয়েছে। তাই এই ফোনের সঠিক স্পেসিফিকেশন জানতে ২১ মার্চ লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
২১ মার্চ লঞ্চ করা হতে পারে Vivo T3 5G; আগেভাগে জেনে নিন দাম এবং ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল