TRENDING:

Vivo-র এই বড় ডিসপ্লে-র ফোনের দাম কমল ৬ হাজার টাকা! Flipkart-এ দুর্দান্ত সেল

Last Updated:

vivo t1 44w: Vivo-র কেনার কথা ভাবছেন? তাড়াতাড়ি Flipkart-এ দাম দেখে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শক্তিশালী ব্যাটারি, বড় ডিসপ্লে-সহ স্মার্টফোন যদি কিনতে চান, তাহলে সে সুযোগ দিতে পারে Vivo। আর তাও পাওয়া যেতে পারে একেবারে সস্তায়।
advertisement

ফ্লিপকার্টে চলছে ‘বিগ সেভিং ডেস সেল’। ১৫ মার্চ সেলের শেষ দিন। এই বিশেষ সেল থেকে গ্রাহকরা খুব কম দামে স্মার্টফোন কিনতে পারবেন। নানা ধরনের স্মার্টফোনেই পাওযা যাবে ছাড়।

আরও পড়ুন- ফ্যান স্পিড কমালে কম আসে বিদ্যুৎ বিল? কত নম্বরে চালাবেন আপনার 'Ceiling Fan'?

সেলের সেরা অফারের সুযোগ মিলবে Vivo-র ক্ষেত্রেও। গ্রাহকরা খুব সস্তায় Vivo T1 44W ফোনটি কিনে নিতে পারবেন। সেল ব্যানার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, Vivo T1 44W ফোনের আসল দাম ১৯,৯৯০ টাকা। কিন্তু Flipkart-এর ‘বিগ সেভিং ডেস সেল’-এর সুযোগে সেই ফোন কিনে নেওয়া যাবে মাত্র ১২,৯৯৯ টাকায়।

advertisement

অর্থাৎ এতে পাওয়া যাবে ৬,৯৯১ টাকার ছাড়। ফোনটিতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট এবং AMOLED ডিসপ্লের মতো বিশেষ ফিচার রয়েছে।

জেনে নেওয়া যাক এই ফোনের বিস্তারিত ফিচার সম্পর্কে—

Vivo T1-তে রয়েছে একটি ৬.৪৪-ইঞ্চি FHD + AMOLED প্যানেল। সেই সঙ্গে এতে রয়েছে Pro মডেলের মতো ওয়াটারড্রপ নচ। Vivo T1 ফোনটি Android 12 ভার্সানে চালিত। এতে রয়েছে Funtouch OS 12।

advertisement

তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে এই ফোন— আইস ডন, মিডনাইট গ্যালাক্সি এবং স্টারি স্কাই। প্রসেসর হিসেবে এই ফোনে থাকছে Snapdragon 680 চিপসেট।

আরও পড়ুন- চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ

ক্যামেরার দিক থেকেও যথেষ্ট উন্নত Vivo-র এই ফোনটি। এতে LED ফ্ল্যাশ-সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট এবং একটি ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা।

advertisement

সেই সঙ্গে যুক্ত রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ব্যাটারির দিক থেকেও খুব শক্তিশালী এই স্মার্টফোনটি। এই ফোনে রয়েছে একটি ৫০০০mAh ব্যাটারি রয়েছে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি-র ক্ষেত্রে Vivo-র এই স্মার্টফোনে সংস্থাটি দিয়েছে ডুয়াল সিম সমর্থন, Wi-Fi, Bluetooth ৫.০ এবং USB Type-C পোর্টের মতো নানা সুবিধা।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Vivo-র এই বড় ডিসপ্লে-র ফোনের দাম কমল ৬ হাজার টাকা! Flipkart-এ দুর্দান্ত সেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল