আপডেট অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারীরা এই সুবিধা পেতে চলেছেন ৷ পাশাপাশি এর ওয়েব ভার্সানও ব্যবহার করা যেতে পারে ৷ এর আগে ব্যবহারকারীদের জন্য ৩ডি মার্ক্স ও স্পেশ্যাল এফেক্টস পেশ করেছিল ফেসবুক ৷
ভিডিও চ্যাটের জন্য কয়েকটি ম্যানুয়েল রয়েছেন ৷ যেমন এক সঙ্গে ৬ জন গ্রুপ ট্যাট করতে পারবেন ৷ তবে এর কানেক্ট লিস্টে আপনি ৫০ জনকে অ্যাড করতে পারবেন ৷
advertisement
ফেসবুক একটি ব্লগে নতুন এই ফিচার সম্বন্ধে জানিয়েছে ৷
ফেসবুকের তরফে জানানো হয়েছে, যেই আপনি ৬ জনের বেশি লোকের সঙ্গে কানেক্ট হয়ে যাবেন একটি স্পিকারের সিম্বল দেখা যাবে ৷ এর মানে আপনি আর কাউকে অ্যাড করতে পারবেন না ৷ আফনি ছ’জনের বেশি লোককে অ্যাড করলে তারা কেবল আপনার কথা শুনতে পারবে ৷ ভিডিও চ্যাট করা সম্ভব নয় ৷
এর জন্য গুগল প্লে স্টোর থেকে মেসেঞ্জার আপডেট করতে হবে বা ডাউন লোড করতে হবে ৷ এরপর খুব সহজেই বন্ধুদের সঙ্গে ভিডিও চ্যাট করতে পারবেন আপনি ৷