দীর্ঘ সফরে যাওয়ার সময় গাড়ির ইঞ্জিন গরম হয়ে যায়। এর পাশাপাশি গাড়িটিকে অতিরিক্ত গরমের নানা সমস্যায় পড়তে হয়। এইভাবে আপনি গ্রীষ্মে আপনার গাড়ির কুল্যান্ট এবং রেডিয়েটারের যত্ন নিতে পারেন। কী ভাবে অতিরিক্ত গরমে গাড়ির স্বাস্থ্য ভাল রাখা যায় সেই বিষয়ে প্রদীপ ঢলিয়া বেশ কিছু পরামর্শ দেন। তিনি পেশায় মোটর মেকানিক।
advertisement
আরও পড়ুন- মারুতির এই গাড়ি যেন ‘সর্বগুণসম্পন্ন’! দামেও বেশ সস্তা! এক বার কিনে নিলে হেসে-খেলে টিকে যাবে বহু বছর
গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখতে কুল্যান্ট অপরিহার্য। ইঞ্জিন ঠান্ডা হওয়ার কারণে গাড়ির মাইলেজও ভাল। এজন্য গাড়িতে পর্যাপ্ত পরিমাণে কুল্যান্ট থাকা প্রয়োজন। কুল্যান্টের মাত্রা কম হলে তার জায়গায় জলও ব্যবহার করা যেতে পারে। এই পদ্ধতি অবলম্বন করলে গাড়ি গরম হওয়ার কারণে বন্ধ হবে না।
আরও পড়ুন- WhatsApp-এ কি মাঝে মাঝে এমন লেখা আসে! ভাল না খারাপ, এখনই জানুন
রেডিয়েটার নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। গাড়ির রেডিয়েটারে একটি পাখা লাগানো থাকে। যদি এই পাখাটি সঠিকভাবে কাজ না করে তবে হতে পারে বড় সমস্যা। কারণ রেডিয়েটরের পাখা খারাপ থাকলে যে কোনও সময় গাড়ি থেমে যেতে পারে। অনেক সময় অতিরিক্ত গাড়ি চালানোর কারণে কুল্যান্টেও ব্লকেজ দেখা দেয়। কুল্যান্টে কোনও ব্লকেজ আসছে কি না তাও নিয়মিত পরীক্ষা করান উচিত।
প্রদীপ বাবু বলেন, অনেক সময় রেডিয়েটার ট্যাঙ্ক ফেটে যায়, ফলে ইঞ্জিন জ্যাম হয়ে যায়। বাজারে অনেক ধরণের কুল্যান্ট পাওয়া যায়, এর মধ্যে কয়েকটিকে জলের সঙ্গে গাড়িতে রাখা হয়। বাজারে যে কুল্যান্ট পাওয়া যায় তা প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকা দাম হয়। গাড়ির মালিককে মনে রাখতে হবে যে ৫ হাজার কিলোমিটার গাড়ি চালানোর পর তাকে অবশ্যই গাড়ির পরীক্ষা মাঝে মাঝে করতে হবে।
