TRENDING:

গাড়িতে উঠে এই বাটনে চাপ দিলেই হবে ম্যাজিক! অধিকাংশ মানুষই এর একাধিক ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল নন

Last Updated:

Uses of Air Recirculation Button: গাড়িকে দ্রুত ঠান্ডা করার একটা উপায় রয়েছে। আর সেটা গাড়ির মধ্যে থাকে। দেখে নেওয়া যাক সেই উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গরমের কড়া রোদের দাপটে বাইরে পার্ক করা গাড়িতে এক বার বসলেই বিপদ! জীবন প্রায় ওষ্ঠাগত হয়ে ওঠে! এই সময় তড়িঘড়ি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ার কন্ডিশনার (এসি) চালিয়ে গাড়িটিকে ঠান্ডা করে নিতে হয়। কিন্তু যত দ্রুতই তা চালানো হোক না কেন, গাড়িটি ঠান্ডা হতে বেশ খানিকটা সময় নিয়ে নেয়। তবে অনেকেই হয়তো জানেন, গাড়িকে দ্রুত ঠান্ডা করার একটা উপায় রয়েছে। আর সেটা গাড়ির মধ্যে থাকে। দেখে নেওয়া যাক সেই উপায়।
গাড়িতে উঠে এই বাটনে চাপ দিলেই হবে ম্যাজিক! অধিকাংশ মানুষই এর একাধিক ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল নন
গাড়িতে উঠে এই বাটনে চাপ দিলেই হবে ম্যাজিক! অধিকাংশ মানুষই এর একাধিক ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল নন
advertisement

আসলে গাড়ির ভিতরে একটা বাটন বা বোতাম থাকে, যা গাড়িকে দ্রুত ঠান্ডা করতে সাহায্য করে। একে এয়ার রিসার্কুলেশন বলা হয়। এর মাধ্যমে আসলে গাড়ির ভিতরের বাতাস কম সময়েই ঠান্ডা হয়ে যায়, ফলে আরোহী গরম থেকে স্বস্তি পান। আসলে এয়ার রিসার্কুলেশন বাটনে চাপ দিলেই এয়ার রিসার্কুলেশন সিস্টেম কাজ করতে শুরু করে। সাধারণত গ্রীষ্মকালেই এই ফিচারটি ব্যবহৃত হয়। কারণ বাইরের আবহাওয়া গরম থাকে। ফলে গরমের দিনে বাইরের বাতাস টেনে গাড়ির ভিতরটা ঠান্ডা করতে হিমশিম খেতে হয় গাড়ির এসি-কে। ফলে এই পরিস্থিতিতে এসি-র সাহায্যে গাড়ির কেবিন ঠান্ডা করতে বেশি সময় লেগে যায়।

advertisement

আরও পড়ুন– মঙ্গলের অবস্থান পরিবর্তনে এবার স্বপ্ন সত্যি হবে, জেনে নিন কীভাবে

তবে যদি এয়ার সার্কুলেশন সিস্টেম ব্যবহার করা হয়, তাহলে কয়েক মুহূর্তের মধ্যেই গাড়ির কেবিন ঠান্ডা হয়ে যাবে। আসলে রিসার্কুলেশন সিস্টেম অন থাকলে গাড়ির এসি কেবিনকে ঠান্ডা করতে বাইরের গরম বাতাস ব্যবহার করে না। এটা গাড়ির ভিতরের অপেক্ষাকৃত ঠান্ডা বাতাসই ব্যবহার করে থাকে।

advertisement

আরও পড়ুন– ভারতের প্রতিবেশী এই দেশে রয়েছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষ; কিন্তু নেই কোনও মসজিদ! জানেন কি সেই দেশের নাম?

গাড়ির কেবিনের বাতাস অল্প ঠান্ডা হলেই এয়ার রিসার্কুলেশন সিস্টেম অন করে দেওয়া যেতে পারে। এতে গাড়ির ভিতরটা আরও দ্রুত ঠান্ডা হতে শুরু করে। তাই গরমের দিনে এই সিস্টেম ব্যবহার করা উচিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই মিষ্টি না থাকলে, লক্ষ টাকার নৈবেদ্যেও অসম্পূর্ণ! কালীপুজোয় 'মাস্ট' কী সেই জিনিস?
আরও দেখুন

আবহাওয়া ঠান্ডা থাকলে সাধারণত এয়ার রিসার্কুলেশন সিস্টেম ব্যবহার করা হয় না। তবে শীতকালে কিন্তু গাড়ি ঠান্ডা করতে না হলেও একটা কাজের জন্য তা ব্যবহার করা হয়ে থাকে। ঠান্ডার মরশুমে কুয়াশার কারণে গাড়ির কাচ ঝাপসা হয়ে যাওয়ার সমস্যা দূর করার জন্যই গাড়ির কেবিনের ভিতর এয়ার রিসার্কুলেশন সিস্টেম ব্যবহার করা হয়। যাতে বাইরের দৃশ্য স্পষ্ট ভাবে দেখা যায়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গাড়িতে উঠে এই বাটনে চাপ দিলেই হবে ম্যাজিক! অধিকাংশ মানুষই এর একাধিক ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল নন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল