ওই শোরুমের সেলস ম্যানেজার ঋষভ এই প্রসঙ্গে Local 18-এর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন যে, আকর্ষণীয় ডিজাইন এবং নয়া প্রযুক্তির কারণে বিশেষ করে মহিলা মহলে জনপ্রিয় হয়ে উঠেছে TVS iQube ইলেকট্রিক স্কুটার। আর এটি ওজনেও বেশ হালকা। আর এর স্টাইলিশ লুকের কারণে স্কুটিটি চালানোও বেশ সহজ। যার জেরে মহিলাদের প্রথম পছন্দ হয়ে উঠেছে এটি।
advertisement
TVS iQube-এর ফিচার:
ঋষভের বক্তব্য, TVS iQube ইলেকট্রিক স্কুটারের বিশেষত্বই হল, স্টাইলিশ লুক এবং লাইটওয়েট ডিজাইন। যার জেরে তা চালানোও বেশ সহজ। আর সবথেকে বড় কথা হল, এটি ব্যাটারিতে চলে। ফলে পেট্রোলের প্রয়োজন হয় না। আর তাই এটি পরিবেশ-বান্ধবও বটে! এর ব্যাটারি লাইফও বেশ ভাল। ফলে তা একবার চার্জ দিলেই অনেকটা রাস্তা যেতে পারবে। এখানেই শেষ নয়, এই স্কুটারে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, স্মার্ট কানেক্টিভিটি এবং আরও নানা আধুনিক ফিচার। যা এটিকে আরও বিশেষ করে তুলেছে।
আরও পড়ুন- ISIS-এর নাম করে কোচ গম্ভীরকে খুনের হুমকি! গুজরাত থেকে গ্রেফতার অভিযুক্ত যুবক
TVS iQube-এর এক্স-শোরুম মূল্য কত?
ঋষভের বক্তব্য, TVS iQube-এর এক্স-শোরুম মূল্য হল ১ লক্ষ ১৭ হাজার টাকা। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর উপর ১০ হাজার টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। যার জেরে এর দাম নেমে আসবে ১ লক্ষ ৭ হাজার টাকায়। যদি গ্রাহকরা এই স্কুটারটি কিনতে চান, তাহলে তিনি মাত্র ৩০ হাজার টাকা ডাউন পেমেন্ট করে অনায়াসে কিনে ফেলতে পারেন এই গাড়ি।
একবার চার্জ দিলে কতটা রাস্তা অতিক্রম করবে?
সিঙ্গেল চার্জে এই ইলেকট্রিক স্কুটার প্রায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পারে। শুধু তা-ই নয়, এই স্কুটার চার্জ দিতে মাত্র ১৫ থেকে ২০ টাকা খরচ হবে। যা পেট্রোল গাড়ির তুলনায় এই স্কুটারকে অনেকটাই সাশ্রয়ী করে তুলেছে।
মহিলাদের কেন পছন্দ হচ্ছে?
মহিলাদের জন্য দারুণ বিকল্প হয়ে উঠেছে TVS iQube। কারণ এটির ওজন হালকা আর এটির ডিজাইনও বেশ স্টাইলিশ। যার জেরে যানজটের মধ্যেও মহিলাদের কোনও সমস্যার মুখে পড়তে হয় না। এর পাশাপাশি এটি ব্যাটারি চালিত। তাই পেট্রোলের ক্রমবর্ধমান দাম নিয়ে মাথাব্যথা হওয়ারও কোনও কারণ নেই। আর আধুনিক ফিচার তো রয়েছেই। ফলে যাঁরা স্টাইলিশ, পরিবেশ-বান্ধব এবং সাশ্রয়ী স্কুটি খুঁজছেন, তাঁদের জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে TVS iQube ইলেকট্রিক স্কুটার।