লঞ্চ হওয়ার পর থেকেই বিনামূল্যে ডেটা ও কলিংয়ের পরিষেবা দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছে জিও ৷ তবে শুরু দিকে জিও-স্পিড ও নেটওয়ার্ক নিয়ে বেশ কিছু অভিযোগ জানিয়েছে গ্রাহকরা ৷ অনেকের মনেই নেটওয়ার্ক নিয়ে বেশ কিছু ক্ষোভ রয়েছে ৷ তবে ট্রাইয়ের নতুন রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে সবচেয়ে বেশি ডাউনলোড স্পিড জিও-র ৷ রিপোর্ট অনুযায়ী, এপ্রিল মাসে ডাউনলোড স্পীডে জিও ছাপিয়ে গিয়েছে অন্যান্য সমস্ত সার্ভিস প্রোভাইডরগুলিকে। ৷ অথার্ৎ স্পিড তালিকায় এখন শীর্ষে জিও ৷ এপ্রিল মাসে জিও –র ডাউনলোড স্পীড ছিল ১৯.১২ মেগাবাইট প্রতি সেকেন্ডে। এই স্পিডে মাত্র পাঁচ মিনিটে ডাউনলোড করা যাবে সিনেমা ৷
advertisement
বাকি সংস্থাগুলি জিও-র থেকে এখন অনেক পিছিয়ে ৷ এর জেরে নড়েচড়ে বসতে হয়েছে বাকি মোবাইল সংস্থাগুলিকে ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক নতুন অফার নিয়ে এসেছে বাকি সংস্থাগুলি ৷
টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই) রিপোর্ট অনুযায়ী, ৪জি ডেটা স্পিডের দিক থেকে সকলকে পিছনে ফেলে এখন সেরা জিও ৷ ট্রাইয়ের তরফে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বাকি সংস্থাগুলির চেয়ে প্রায় দ্বিগুণ স্পিডে ৪ জি ডেটা পরিষেবা দিচ্ছে জিও। অথার্ৎ জিও-র গ্রাহকরা অন্য কোম্পানির গ্রাহকদের থেকে অনেক আগে ভিডিও ডাউনলোড, আপলোড করতে পারছে ৷