TRENDING:

অন্যান্য সংস্থার চেয়ে প্রায় দ্বিগুণ স্পিডে ৪ জি ডেটা পরিষেবা দিচ্ছে জিও

Last Updated:

রিপোর্ট অনুযায়ী, ৪জি ডেটা স্পিডের দিক থেকে সকলকে পিছনে এখন সেরা জিও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লঞ্চ হওয়ার পর থেকেই টেলিকম বাজারে শোরগোল ফেলে দিয়েছে রিল্যায়েন্স জিও ৷  এর মধ্যেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে জিও ৷ এবার টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও-এর মুকুটে যুক্ত হল নতুন পালক ৷
advertisement

লঞ্চ হওয়ার পর থেকেই বিনামূল্যে ডেটা ও কলিংয়ের পরিষেবা দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছে জিও ৷ এর জেরে নড়েচড়ে বসতে হয়েছে বাকি মোবাইল সংস্থাগুলিকে ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক নতুন অফার নিয়ে এসেছে বাকি সংস্থাগুলি ৷

সম্প্রতি ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই) রিপোর্ট অনুযায়ী, ৪জি ডেটা স্পিডের দিক থেকে সকলকে পিছনে এখন সেরা জিও ৷ ট্রাইয়ের তরফে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বাকি সংস্থাগুলির চেয়ে প্রায় দ্বিগুণ স্পিডে ৪ জি ডেটা পরিষেবা দিচ্ছে জিও। অথার্ৎ জিও-র গ্রাহকরা অন্য কোম্পানির গ্রাহকদের থেকে অনেক আগে ভিডি ডাউনলোড, আপলোড করতে পারছে ৷

advertisement

ডিসেম্বর মাসে প্রতি সেকেন্ডে জিও-র ডাউনলোড স্পিড ছিল ১৮.১৬ মেগা বাইটস ৷ডিসেম্বর মাস থেকে সব থেকে বেশি স্পিড দিচ্ছে জিও। বাকি কোনও সংস্থা জিও-র ধারেকাছে আসতে পারবে না। সেপ্টম্বর ২০১৬-তে ৪জি পরিষেবা চালু করেছিল রিল্যায়েন্স জিও ৷ সেপ্টম্বর মাসে রিল্যায়েন্সের নেটওয়ার্কে সর্ব্বোচ স্পিড ছিল ৭.২৬ এমবিপিএস ৷ যা নভেম্বর মাসে কমে গিয়ে হয় ৫.৮৫ এমবিপিএস ৷ জানুয়ারি মাসে জিওর ডেটা পরিষেবার স্পিড ছিল ১৬.৪৮ mbps থেকে ১৭.৪২ mbps-এর মধ্যে। এই স্পিডে একজন গ্রাহক পাঁচ মিনিটেরও কম সময়ে একটি সিনেমা ডাউনলোড করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ট্রাইয়ের তরফে প্রকাশিত প্রত্যেক মাসের মোবাইল ডেটা রিপোর্টে এটা জানানো হয়েছে ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অন্যান্য সংস্থার চেয়ে প্রায় দ্বিগুণ স্পিডে ৪ জি ডেটা পরিষেবা দিচ্ছে জিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল