তাই বাড়িতে থাকতে থাকতে অনাকেই বোর হয়ে গিয়েছেন। আপানর মনোরঞ্জন করতে, সময় কাটাতে সাহায্য করতে আর সবার মোন দেখে কিছুটা দুশ্চিন্তা কাটাতে গত কাল থেকে গুগল ডুদল একটি সিরিজ শুরু করেছে যেখানে ফিরিয়ে আনা হচ্ছে জনপ্রিয় পুরনো ডুডল গেমগুলি। ডুডলের ট্যাগলাইন - স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম। আজকে ইউজারদের বাড়িতে বসে ক্রিকেট খেলার অবকাশ দিচ্ছে ডুডল।
advertisement
২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এই ডুডলটি লঞ্চ করেছিল গুগল। প্লে আইকনে ক্লিক করলেই শুরু হবে ক্রিকেট খেলা।দুটি ঝিঁঝিঁ পোকা, ব্যাট হাতে ক্রিজে রয়েছে। তাদের ঘিরে ফিল্ডিং করছে একদল শামুক। প্লে বাটনে ক্লিক করলেই খেলা শুরু হয়ে যাচ্ছে। দৌঁড়ে এসে বল ছুঁড়ে দিচ্ছে বোলার শামুক। আর মাউসে ক্লিক করে ব্যবহারকারী ব্যাটিং নিয়ন্ত্রণ করতে পারছেন। প্রত্যেক বল ব্যাটের সঙ্গতে এলেই স্কোর দেখাবে। ততক্ষণ টানা খেলতে পারবেন, যতক্ষণ না আউট হচ্ছেন। আর যদি আপনি শূন্য রানে আউট হলে স্ক্রিনে চলে আসছে ‘ডাক’ বা হাঁসের সাইন।
আগামী দুই সপ্তাহ গুগলের হোম পেইজে ক্লিক করলে গেইম খেলা যাবে। গত কয়েক বছরে যত গেইম বা মিনি গেইম গুগলের হোমপেইজে দেখা গেছে সেগুলো গুগল ডুডল ব্লগে আর্কাইভ হিসেবে সংক্ষিত আছে। এই গেইমগুলোর মধ্যে জনপ্রিয় ১০টি ডুডল গেইমকে আবার খেলার সুযোগ দিচ্ছে গুগল। সোমবার এতে কোডিং ফর ক্যারট গেইম খেলা গেছে।