ল্যান্ডলাইন ফোন থেকে ‘ভি-ফাইবার’ প্রযুক্তির সাহায্যে গ্রাহকদের হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা ১০০ এমবিপিএস স্পিড উপভোগ করতে পারবেন ৷
এই মুহূর্তে এয়ারটেলের ল্যান্ডলাই গ্রাহকের সংখ্যা ৩.৫১ লক্ষ ৷ এর মধ্যে বেশিরভাগ গ্রাহক ব্যবসায়ী ৷
এয়ারটেলের এই অফার জিওকে ভালো টক্কর দজেবে বলে মনে করা হচ্ছে ৷ রিল্যায়েন্স তার গ্রাহকদের ফ্রি কলিংয়ের সুবিধা দিচ্ছেন ৷ জিও কে টেক্কা দিতেই এবার গ্রাহকদের তিন মাসের জন্য ফ্রি ইন্টারনেট পরিষেবা দেবার ঘোষণা করেছে এয়ারটেল ৷ সংস্থার আধিকারিক জানিয়েছেন, ‘এই অফারের কারোর সঙ্গে তুলনা করা উচিৎ নয় কারণ আমরা কম পয়সায় ১০০ mbps স্পিডে পরিষেবা দিচ্ছি, এরকম অফার এই প্রথম দেওয়া হচ্ছে ৷’
advertisement
সংস্থার আধিকারিক জানিয়েছেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত ল্যান্ডলাইন গ্রাহকদের এই পরিষেবার জন্য আপগ্রেড করা ৷ গ্রাহকের কাছ থেকে মোডেমের জন্য ১০০০ টাকা নেওয়া হবে ৷ এই টাকা ইএমআই-এর মাধ্যমেও দিতে পারবে গ্রাহকরা ৷