TRENDING:

Tech Tips: গুরুত্বপূর্ণ মিটিং-এর মাঝে বন্ধ হয়ে গেছে ক্যামেরা? কী করবেন এবার, দেখে নিন উপায়

Last Updated:

Tech Tips: ভার্চুয়াল মিটিং এবং ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার জন্য ল্যাপটপে একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়। আবার আধুনিক ল্যাপটপগুলিতে ব্যবহারকারীরা আগে থেকে ইনস্টল করা মাইক্রোফোনও পান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: করোনা অতিমারী অনেকটাই বদলে দিয়েছে মানুষের জীবন। অসুখের দাপটে কর্পোরেট ও সরকারি অফিসে কাজের ধরনে অনেক পরিবর্তিত হয়েছিল। সেই অভ্যাস অতিমারী সেরে যাওয়ার পরও রয়ে গিয়েছে।
advertisement

আগে কাজের কথা হত মুখোমুখি। এখন বেশির ভাগ কাজই হয় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে। সরকারি কাজ হোক বা কর্পোরেট অফিস, এখন মিটিং মানেই ভার্চুয়াল। আর তাই কদর বেড়েছে ল্যাপটপের। এই বিশেষ পরিচিত গ্যাজেটের মাধ্যমে অফিসের কাজ যেমন সামাল দেওয়া যায়। তেমনই সেরে ফেলা যায় ভার্চুয়াল মিটিং।

আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?

advertisement

ভার্চুয়াল মিটিং এবং ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার জন্য ল্যাপটপে একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়। আবার আধুনিক ল্যাপটপগুলিতে ব্যবহারকারীরা আগে থেকে ইনস্টল করা মাইক্রোফোনও পান। ফলে কথা বলার সময় পৃথক মাইকের প্রয়োজন হয় না। কিন্তু প্রযুক্তি যত আধুনিক হচ্ছে, ততই বাড়ছে বিড়ম্বনা। অতিরিক্ত ব্যবহারে খারাপ হতে পারে ল্যাপটপ। আর তার ফলে ব্যাহত হতে পারে দৈনন্দিন কাজ। তাই তার যত্নের প্রয়োজন।

advertisement

কেমন সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকে যায়! কী ভাবেই বা করতে হবে রক্ষণাবেক্ষণ! দেখে নেওয়া যাক এক নজরে—

আরও পড়ুন – রাতে শুয়ে মোবাইল ঘাঁটেন! আপনার জন্য অপেক্ষা করছে এই মারাত্মক অসুখ

সফটওয়্যার সমস্যা:

অনেক সময় ফ্রন্ট ক্যামেরা ঠিকমতো কাজ করে না। এই সমস্যা আসলে হতে পারে সফটওয়্যারের কারণে। তাই, সবার আগে নিজের ল্যাপটপ রিস্টার্ট করে আবার ক্যামেরা ব্যবহার করে দেখতে হবে। সাধারণত রিস্টার্ট করলে অনেক ছোটখাটো সমস্যার সমাধান হয়ে যায়।

advertisement

ড্রাইভার আপডেট:

ফ্রন্ট ক্যামেরা ঠিক ভাবে কাজ না করার আরেকটি কারণ হতে পারে ড্রাইভার আপডেট না হওয়া। সেক্ষেত্রে নিজের ল্যাপটপটির নির্মাণকারী সংস্থার ওয়েবসাইট থেকে লেটেস্ট ফ্রন্ট ক্যামেরা ড্রাইভার ডাউনলোড করে নিতে হবে।

হার্ডওয়্যার সমস্যা:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদি সফ্টওয়্যার বা ড্রাইভার আপডেট করার পরেও সামনের ক্যামেরা ঠিক ভাবে কাজ না করে তবে তা কোনও হার্ডওয়্যার সমস্যার লক্ষণ হতে পারে। এক্ষেত্রে একজন ভাল কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্য নেওয়া প্রয়োজন। তাঁরা ফ্রন্ট ক্যামেরার ত্রুটি সমাধান করে দিতে পারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Tech Tips: গুরুত্বপূর্ণ মিটিং-এর মাঝে বন্ধ হয়ে গেছে ক্যামেরা? কী করবেন এবার, দেখে নিন উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল