এই ফিচারের মাধ্যমে WhatsApp-এর ইউজাররা তাঁদের নির্দিষ্ট সময় অনুযায়ী মেসেজ সেন্ড করতে পারবেন। অর্থাৎ আগে থেকে মেসেজ শিডিউল করে রাখলে সেই নির্দিষ্ট সময়ে মেসেজ সেন্ড হবে। বিশেষ কোনও দিন অর্থাৎ জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদি অনেকেই ভুলে যান। সেই বিশেষ দিনে উইশ করার জন্য আগে থেকেই WhatsApp-এ মেসেজ শিডিউল করে রাখা যাবে নতুন এই ফিচারের মাধ্যমে। কিন্তু এর জন্য ব্যবহার করতে হবে থার্ড পার্টি অ্যাপ। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
অ্যান্ড্রয়েড ফোনে শিডিউল মেসেজ ফিচার ব্যবহার করার উপায় -
- অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের প্রথমেই গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সেখান থেকে ইনস্টল করতে হবে SKEDit অ্যাপ। এরপর নির্দিষ্ট তথ্য দিয়ে সাইন আপ করতে হবে।
- সাইন আপ করার পর WhatsApp মেনুতে ক্লিক করতে হবে। এরপর ফোন সেটিং অ্যাক্সেসের পারমিশন দিতে হবে। এর জন্য নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে - Enable Accessibility> EKEDit> Toggle On Service> Grant Allow। এরপর আবার অ্যাপে ফিরে যেতে হবে।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
- এরপর মেসেজ শিডিউল করতে চাইলে, যাঁকে মেসেজ পাঠানো হবেঁ তার নাম এবং মেসেজ এন্টার করতে হবে।। এরপর নির্দিষ্ট সময় এবং তারিখ এন্টার করতে হবে। এক্ষেত্রে মেসেজ ফ্রিকোয়েন্সি সেট করা যাবে দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক হিসাবে।
- এরপর নিজেদের সমস্ত ডিটেলস একবার চেক করে নিয়ে শিডিউল মেসেজ বাটনে ক্লিক করতে হবে। এখানে 'Ask me before sending' বিকল্প বেছে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে সেই মেসেজ সেন্ড হবার আগে নোটিফিকেশন পাঠানো হবে।
আইফোনে শিডিউল মেসেজ ফিচার ব্যবহার করার উপায় -
- আইফোন ইউজারদের প্রথমেই অ্যাপল অ্যাপ স্টোরে যেতে হবে। এরপর ইনস্টল করতে হবে SKEDit অ্যাপ। এরপর সেই অ্যাপ ওপেন করে অটোমেশন বাটনে ক্লিক করতে হবে।
- এরপর ক্লিক করতে হবে '+' আইকনে। এরপর ক্লিক করতে হবে 'Create Personal Automation' অপশনে।
- পার্সোনাল অটোমেশন ক্রিয়েট করার পরে ক্লিক করতে হবে 'Time of Day Schedule' অপশনে।
- এরপর মেসেজ সেন্ড করার তারিখ এবং সময় বেছে নিতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে।
- এরপর সিলেক্ট করতে হবে 'Add Section।' এরপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে 'Text।' এরপর সেটি সিলেক্ট করতে হবে।
- এরপর নিজেদের মেসেজ ডিটেইল এন্টার করতে হবে।
- এরপর সিলেক্ট করতে হবে '+' আইকন। এরপর সার্চবারে 'WhatsApp' লিখে সার্চ করতে হবে।
- এরপর বেছে নিতে হবে 'Send Message Through WhatsApp' অপশন। এরপর সিলেক্ট করতে হবে যাঁকে মেসেজ পাঠানো হবে তাঁর নাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবং ডান অপশনে ক্লিক করতে হবে।
- এক্ষেত্রে শিডিউল মেসেজ পাঠানোর আগে, সেই অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হবে। এরপর সেই নোটিফিকেশনে ক্লিক করে সেন্ড অপশনে ক্লিক করলে মেসেজ সেন্ড হয়ে যাবে।
