হ্যাঁ আমরা টাটার ন্যানো গাড়ির কথা বলছি। যে গাড়ির নাম জড়িয়ে গিয়েছে বাংলা-সহ জাতীয় রাজনীতিতে। জানা গিয়েছে যে, এবার টাটাদের সেই ন্যানো গাড়ির গ্রেট কামব্যাক হতে চলেছে। বাজারে আসতে চলেছে ন্যানোর ইলেকট্রিক গাড়ি, যা একবার চার্জে ২৫০ কিমি পর্যন্ত কভার করতে পারে।
শুনতে আজব লাগলেও টাটা কোম্পানি ন্যানো গাড়ির এই ইলেকট্রিক মডেল খুব তাড়াতাড়ি বাজারে লঞ্চ করতে চলেছে। আইকনিক টাটা ন্যানো, রতন টাটার মস্তিষ্কের উদ্ভাবন। যা একটি বাজেট ফ্রেন্ডলি গাড়ি হলেও চিত্তাকর্ষক ফিচার প্রদান করে থাকে।
advertisement
আরও পড়ুন- ভারতে নেতা-মন্ত্রীদের পছন্দ এই গাড়িগুলি! নামগুলো জানেন? দেখুন তো
বাজারে বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয় এই গাড়িটির একটি বৈদ্যুতিক সংস্করণ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Tata Motors। এই নতুন সংস্করণের বিশেষত্ব হল এর অসাধারণ মাইলেজ।
একবার সম্পূর্ণ চার্জ হলে, টাটা ন্যানো ইলেকট্রিক একক চার্জে ২৫০ কিলোমিটার অবধি কাভার করতে পারে, এর অসামান্য লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের জন্য।
উল্লেখযোগ্যভাবে, টাটা ন্যানো ইলেকট্রিক গাড়িতে রয়েছে দ্রুত-চার্জিং ক্ষমতা। সম্পূর্ণ চার্জে পৌঁছনোর জন্য মাত্র এক ঘণ্টা সময় লাগে। সাধারণ ভাবে নিয়মিত চার্জ করার জন্য প্রয়োজনীয় ৫ থেকে ৬ ঘণ্টার তুলনায় এটি একটি উল্লেখযোগ্য উন্নতি।
এই গাড়ির উন্নয়নে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে ব্যাপক নিরাপত্তা বৈশিষ্ট্যগুলি একত্রিত করা হয়েছে। গাড়িটি চারটি এয়ারব্যাগ, স্বয়ংক্রিয় হেডল্যাম্প, একটি ক্র্যাশ সেন্সর, পার্কিং সেন্সর এবং ক্রুজ কন্ট্রোল দিয়ে সজ্জিত। যা একটি নিরাপদ এবং উপভোগ্য ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করে।
আরও পড়ুন- স্মার্টফোন Restart করা উচিত কতদিন পর পর? জানা থাকলে ফোন ভাল থাকবে অনেকদিন
মাত্র ৭ লাখ টাকা প্রারম্ভিক মূল্য-সহ, টাটা ন্যানো ইলেকট্রিক-এর আসল মডেলের মতোই বাজেট-বান্ধব থাকার লক্ষ্য রয়েছে। যা প্রাথমিক ভাবে ১ লাখ টাকার সাশ্রয়ী মূল্যে লঞ্চ করা হয়েছিল।
নতুন সংস্করণটি আসন্ন বছরে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে এবং Tata Motors শীঘ্রই এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবে।
Tata Nano আরও ব্যাপক ভাবে গ্রাহকদের আকর্ষণ করতে প্রস্তুত। আর ইলেকট্রিক গাড়ির বাজারে এটি একটি সফল কামব্যাক বলে প্রমাণিত হতে পারে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F