TRENDING:

কত মাইলেজ দিচ্ছে নতুন Tata Altroz? কেনার প্ল্যান থাকলে আজই জেনে নিন 

Last Updated:

আর এর প্রতিদ্বন্দ্বী গাড়িগুলির মধ্যে অন্যতম হল - Maruti Baleno, Hyundai i20 এবং Toyota Glanza। সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে Tata Altroz মাইলেজের পরিমাণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নতুন Altroz বাজারে আনল Tata। এর দাম শুরু হচ্ছে মাত্র ৬.৮৯ লক্ষ টাকা থেকে। এতে রয়েছে দুর্দান্ত এবং মেগমেন্ট-ফার্স্ট ফিচার। তবে এই সেগমেন্টের অন্যান্য প্রতিদ্বন্দ্বী গাড়িগুলির তুলনায় এই গাড়িটি কিন্তু অনেকটাই এগিয়ে। আর এর প্রতিদ্বন্দ্বী গাড়িগুলির মধ্যে অন্যতম হল – Maruti Baleno, Hyundai i20 এবং Toyota Glanza। সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে Tata Altroz মাইলেজের পরিমাণ। তাহলে সেটার বিষয়েই বিশদে জেনে নেওয়া যাক।
News18
News18
advertisement

CNG পাওয়ারট্রেনের রয়েছে সর্বোচ্চ মাইলেজ:

সমস্ত Altroz ভ্যারিয়েন্টের মধ্যে CNG পাওয়ারট্রেনের সর্বোচ্চ মাইলেজ থাকে। যা ২৬.৯০ km/kg। এটি বেশ ভালই। তবে Maruti Baleno এবং Toyota Glanza-র মাইলেজ ৩০.৬১ km/kg। নতুন Altroz ​​CNG ভ্যারিয়েন্টে রয়েছে একটি ১.২ লিটার, ৩-সিলিন্ডার ইঞ্জিন। সিএনজি-তে রান করার ক্ষেত্রে এর আউটপুট ৭৩.৫ পিএস এবং ১০৩ এনএম। Altroz ​​CNG ভ্যারিয়েন্ট মিলবে শুধুমাত্র একটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স-সহ।

advertisement

Hyundai i20:

Hyundai i20-এ এই মুহূর্তে কোনও সিএনজি অপশন নেই। Maruti Baleno এবং Toyota Glanza-র সিএনজি ভ্যারিয়েন্টে ব্যবহার করা হয় একটি ১.২ লিটার বাই-ফুয়েল ইঞ্জিন। সিএনজি-তে যার আউটপুট ৭৭.৫ পিএস এবং ৯৮.৫ এনএম টর্ক। Baleno এবং Glanza CNG ভ্যারিয়েন্ট আরও ফুয়েল এফিশিয়েন্স। তবে তা সত্ত্বেও Altroz ​​CNG সকলের পছন্দের তালিকায় উঠে আসবে। এর প্রধান কারণ হল- এতে পাওয়া যায় ২১০ লিটার বুট স্পেস। Altroz-এর ড্যুয়াল-সিলিন্ডার সেট-আপের জেরে এটা সম্ভব হয়েছে।

advertisement

আরও পড়ুন- লাল পোশাকের সুন্দরী বার্তাবাহক, লাল খাম আর প্রভাবশালীদের যোগাযোগ, Red Envelope Society কী?

শুধুমাত্র ডিজেল প্রিমিয়াম হ্যাচব্যাক:

প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে Altroz-ই একমাত্র গাড়ি, যা ডিজেল অপশন প্রদান করে। এতে থাকা ১.৫ লিটার টার্বো ডিজেল ইউনিট। যা ৯০ পিএস এবং ২০০ এনএম টর্ক উৎপাদন করে। এর সঙ্গে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। Altroz ডিজেলের মাইলেজ রয়েছে ২৩.৬০ kmpl। যা বেশ ভালই। আগের Maruti Baleno এবং Hyundai i20 মডেলে ডিজেল অপশন পাওয়া যেত। কিন্তু সেগুলি এখন আর পাওয়া যায় না।

advertisement

১.২ লিটারের ইঞ্জিন:

Altroz পেট্রোল ভ্যারিয়েন্টে রয়েছে ১.২ লিটার ইঞ্জিন। এর আউটপুট ৮৮ পিএস এবং ১১৫ এনএম। ট্রান্সমিশন অপশনের মধ্যে অন্যতম হল একটি ৫-স্পিড MT, ৬-স্পিড DCA এবং ৫-স্পিড AMT। Altroz পেট্রোলের মাইলেজ এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে ট্রান্সমিশনের উপর ভিত্তি করে তা ১৮-২০ kmpl-এর মধ্যে হতে চলেছে।

Baleno এবং Glanza:

advertisement

Baleno এবং Glanza-র পেট্রোল ভ্যারিয়েন্ট রয়েছে ১.২ লিটার ইঞ্জিন। যা ৮৯.৭ পিএস এবং ১১৩ এনএম টর্ক উৎপাদন করে। ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন-সহ মাইলেজ ২২.৩৫ কিমি/লিটার এবং ৫-স্পিড এএমটি ট্রান্সমিশন-সহ ২২.৯৪ কিমি/লিটার। Hyundai i20-এ রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। যা ৮২ পিএস এবং ১১৪.৭ এনএম টর্ক উৎপন্ন করে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কত মাইলেজ দিচ্ছে নতুন Tata Altroz? কেনার প্ল্যান থাকলে আজই জেনে নিন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল