TRENDING:

পুজোর মুখে এল সুইগি ওয়ান লাইট, এক্সট্রা ছাড়, বিনামূল্যে ডেলিভারি!

Last Updated:

swiggy one lite: সুইগি ওয়ান লাইটে মোট তিন মাসের সাবস্ক্রিপশন থাকছে, এর জন্য গ্রাহকদের মাত্র ৯৯ টাকা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতের শীর্ষস্থানীয় অন-ডিমান্ড ডেলিভারি প্ল্যাটফর্মগুলির অন্যতম সুইগি তার সদস্যদের জন্য একটি বাজেট-ফ্রেন্ডলি মেম্বারশিপ প্ল্যান নিয়ে এসেছে।
advertisement

সুইগি ওয়ান লাইট নামের এই নতুন অফারটি ফুড, গ্রসারি এবং পিক-আপ এবং ড্রপ সার্ভিস সহ আরও নানা ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সুইগি ওয়ান লাইটে মোট তিন মাসের সাবস্ক্রিপশন থাকছে, এর জন্য গ্রাহকদের মাত্র ৯৯ টাকা দিতে হবে।

সুইগি ওয়ান লাইটের সুবিধা

সুইগি ওয়ান লাইট মেম্বারশিপ গ্রাহকদের নানা রকমের সুবিধা দেবে। গ্রাহকরা ১৪৯ টাকার ১০টি অর্ডারের ওপরে ফ্রি ডেলিভারির সুযোগ পাবেন এবং ১৯৯ টাকার ১০টি অর্ডারের ওপরে ইনস্টামার্টে ফ্রি ডেলিভারির সুযোগ পাবেন।

advertisement

আরও পড়ুন- জলে ডুবে থাকলেও কিছু হবে না! সস্তার ওয়াটারপ্রুফ স্মার্টফোন কোনগুলো জানেন?

এছাড়াও গ্রাহকরা ২০,০০০টিরও বেশি রেস্তোরাঁয় ৩০% পর্যন্ত এক্সক্লুসিভ ডিসকাউন্ট অ্যাক্সেস লাভ করতে পারবেন৷ তাছাড়া, সুইগি ওয়ান লাইটের সদস্যরা সুইগি ডেলিভারিতে ১০% পর্যন্ত ছাড়ও উপভোগ করতে পারবেন।

সুইগির রেভেনিউ এবং গ্রোথের ভাইস প্রেসিডেন্ট অনুরাগ পাঙ্গানামামুলা, এই নতুন অফারের গুরুত্ব ব্যাখ্যা করে বলেছেন যে, “সুইগিতে, আমরা আমাদের ব্যবহারকারীদের নানা সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ৷ আমাদের সুইগি ওয়ান প্রোগ্রাম, যাতে একাধিক পরিষেবা রয়েছে, ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে৷ এখন, সুইগি ওয়ান লাইটের মাধ্যমে আমরা আরও বেশিসংখ্যক গ্রাহকদের কাছে পৌঁছে যাব। বিশেষত সুইগি ওয়ান লাইট তাঁদের জন্য যাঁরা এতদিন সুইগির ফ্রি সার্ভিস থেকে বঞ্চিত ছিলেন।”

advertisement

সুইগি ওয়ান লাইট অফারে মাত্র তিন মাসের জন্য গ্রাহকদের ৯৯ টাকা দিতে হবে। সুইগি ওয়ান লাইট তার গ্রাহকদের সামান্য মূল্যে সমস্ত রকমের সুবিধা প্রদান করবে। গ্রাহকরা তাঁদের কেনাকাটায় কমপক্ষে ৬ গুণ বেশি রিটার্ন পাবেন বলে আশা করা হচ্ছে, কারণ এই অফারে ফুড সেকশন, ইনস্টামার্ট এবং জিনি সহ আরও নানা পরিষেবা যুক্ত থাকছে।

advertisement

সুইগি ওয়ান লাইট সরাসরি গ্রাহকদের কাছে সুইগির নানা অফার নিয়ে এসেছে। সুইগি চেষ্টা করছে যাতে আরও বেশিসংখ্যক গ্রাহকের কাছে নিজেদের পৌঁছে দেওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ড তাদের নিজস্ব প্রোডাক্টের সঙ্গে সুইগি ওয়ান লাইট মেম্বারশিপ জুড়ে দিয়েছে। এতে পণ্য বিক্রয়ের পাশাপাশি গ্রাহকরা আরও বেশি মাত্রায় লাভবান হবেন।

আরও পড়ুন- এবার স্মার্টফোন জলের দরে! Flipkart-এ দারুণ সেল, পুজোর আগে নতুন ফোন কিনুন কম দামে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুইগি ওয়ান লাইট গ্রাহকদের অন ডিমান্ড ডেলিভারি প্ল্যাটফর্মের অভিজ্ঞতাতে অসাধারণ পরিবর্তন আনতে চলেছে। বিস্তৃত সংখ্যক গ্রাহকদের জন্য আরও অ্যাক্সেসযোগ্য এবং সাশ্রয়ীমূল্যে পণ্য সরবরাহে বদ্ধপরিকর হয়েছে সুইগি।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পুজোর মুখে এল সুইগি ওয়ান লাইট, এক্সট্রা ছাড়, বিনামূল্যে ডেলিভারি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল