যদিও এই বিষয়ে কোনও ইঙ্গিত দেননি তিনি। এমনকী সম্ভাব্য উত্তরাধিকারীর নামের ইঙ্গিতও করেননি। তবে জোর দিয়ে Google-এর সিইও বলেন যে, Google-কে পরিচালনা করার জন্য যে ক্ষমতা এবং দায়িত্ব আসে, তা পুরোপুরি ভাবে উপলব্ধি করতে হবে পরবর্তী Google সিইও-কে।
advertisement
Bloomberg-এর Technology Summit-এ বক্তব্য রাখার সময় কিছু বিষয়ের উপর জোর দেন সুন্দর পিচাই। আসলে মানুষের জীবনে যাতে Google-এর টুল এবং উদ্ভাবন ইতিবাচক ভাবে প্রভাব ফেলতে থাকে, তার গুরুত্ব নিশ্চিত করার বিষয়েও জোর দিয়েছেন। Google-এর কার্যকলাপকে একটা ভাল মাত্রা দেওয়ার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলেও তুলে ধরেন সুন্দর পিচাই। এমনকী তিনি এ-ও জানান যে, ভবিষ্যতের লিডারদের সহায়তা করার জন্য তাঁদের সঙ্গে অতুলনীয় এআই সঙ্গী থাকবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি সংস্থার ভবিষ্যতের সঙ্গে AI-এর গভীর ইন্টিগ্রেশনের দিকটাও তুলে ধরেছেন।
মানুষের জায়গা নেবে এআই, এই প্রসঙ্গে পিচাইয়ের মতামত:
একটা সময় চাকরিতে মানুষের জায়গা নেবে এআই। এ নিয়ে উদ্বেগের প্রসঙ্গেও মতামত পোষণ করলেন পিচাই। শ্রোতাদের আশ্বস্ত করে তিনি জানালেন যে, চাকরির বাজার খেয়ে নিতে পারবে না এআই। বরং তা পুনরাবৃত্তিমূলক কাজ সামলে ইঞ্জিনিয়ারদের উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। তাঁর দাবি, এআই মানুষের কার্যকারিতা বৃদ্ধি করবে। তাঁদের জায়গা নেবে না। সেই সঙ্গে ২০২৬ সালের মধ্যে আরও ইঞ্জিনিয়ার নিয়োগ করার বিষয়ে পরিকল্পনা রয়েছে Google-এর, সে কথাও তুলে ধরেছেন তিনি।
নিজের কামব্যাক প্রসঙ্গে আলোকপাত পিচাইয়ের:
ইতিমধ্যেই একটা দাবি করা হয়েছে যে, এআই-এর দৌড়ে ব্যর্থ হচ্ছে Google। আর তার ফলেই জল্পনা ছড়িয়েছে যে, পদত্যাগ করবেন Google সিইও সুন্দর পিচাই। এই নিয়ে তৈরি হয়েছে উদ্বেগও। ইউটিউবার লেক্স ফ্রিডম্যানের এক সাম্প্রতিক পডকাস্টে সেই বিষয়টাকেই উত্থাপন করলেন তিনি। ব্যাখ্যা দিয়ে পিচাই বলেন যে, “অনেক কিছু আলোচনা করার মতো রয়েছে। সিইও হিসেবে আমার মূল কৌশল হল – কোম্পানি যাতে একটি AI-ফার্স্ট অ্যাপ্রোচ গ্রহণ করতে পারে। যার লক্ষ্য হল – AGI-কে দায়িত্বশীল ভাবে ডেভেলপ করা এবং মানুষের জন্য অত্যন্ত উপযোগী প্রোডাক্ট রিলিজ করা। আমি একাধিক উল্লেখযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর মধ্যে অন্যতম হল Brain এবং DeepMind টিমকে একত্রিত করে Google DeepMind তৈরি করা।”
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে, “সংস্থার মধ্যে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের কার্যকারিতার ১০ শতাংশ উন্নতি দেখতে পেয়েছি। এর জন্য এআই-কে ধন্যবাদ। যদিও আমাদের আরও ইঞ্জিনিয়ারকে আনতে হবে। কারণ সুযোগের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে।”