TRENDING:

Whatsapp-এর প্রাইভেসি পলিসি বিপদ বাড়াবে ইউজারদের, আদালতকে জানাল কেন্দ্র

Last Updated:

হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসির বিরুদ্ধে মামলা হওয়ায় কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল উচ্চ আদালত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার উচ্চ আদালতের দরজায় কড়া নেড়েছে কেন্দ্র। হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি-র জেরে সাধারণ মানুষের ডেটার অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্র। ফলে ভারতে হোয়াটস অ্যাপের প্রাইভেসি পলিসি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিল্লি হাইকোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নতুন এই পলিসি ইউজারদের বিপদ বাড়াতে পারে। তাই অবিলম্বে আদালতের কাছে হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি বাতিলের আবেদন জানিয়েছে কেন্দ্র।
advertisement

শুক্রবার আদালতে কেন্দ্রে যে এফিডেবিট জমা করেছে তাতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি চালু হলে সাধারণ মানুষের ডেটা চুরি হওয়ার সম্ভাবনা বাড়বে। আদালত যেন অবিলম্বে সেই নতুন প্রাইভেসি পলিসি বাতিল করে। হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসির বিরুদ্ধে মামলা হওয়ায় কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল উচ্চ আদালত। এদিন সেই জবাব আদালতকে জানাল কেন্দ্র।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হোয়াটসঅ্যাপ ইউজার্সদের ফেসবুকের সঙ্গে ডেটা ভাগাভাগি করতে হবে। না হলে 8 ফেব্রুয়ারির পর অ্যাকাউন্ট বন্ধ করা হবে, এমনই জানিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে ইউজারদের প্রতিবাদের জেরে ১৫ মে পর্যন্ত হোয়াটস্যাপ-এর এই নীতির উপর স্থগিতাদেশ জারি হয়েছে। এর আগেও ডাক্তার সিমা সিং নামের একজন হোয়াটসঅ্যাপের এই নতুন প্রাইভেসি পলিসির বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। তাঁর দাবি ছিল, সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য কেন্দ্র যেন হস্তক্ষেপ করে। চারপাশের চাপে কি ভারতে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি বাতিল হবে, এটাই এখন দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Whatsapp-এর প্রাইভেসি পলিসি বিপদ বাড়াবে ইউজারদের, আদালতকে জানাল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল