TRENDING:

সারাদিন গুনগুন করছেন, অথচ গানের নাম মনে পড়ছে না? অস্বস্তি কাটাবে YouTube Music

Last Updated:

You Tube Music: কিন্তু কীভাবে? আসলে YouTube Music-এ এসেছে এআই-চালিত এক নতুন ফিচার। এর মাধ্যমেই না মনে পড়া গানগুলো অনায়াসে খুঁজে বার করা যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অনেক সময় মাথার মধ্যে হয়তো কোনও গান ঘুরছে। অথচ তার নাম অথবা গানের কথাগুলো কিছুতেই মনে আসতে চায় না। এমনটা হলে যতক্ষণ না সেটা মনে পড়ছে, ততক্ষণ একটা চোরা অস্বস্তি মনের মধ্যে খেলে যায়।
advertisement

এবার মুশকিল আসান করতে চলেছে YouTube Music। কিন্তু কীভাবে? আসলে YouTube Music-এ এসেছে এআই-চালিত এক নতুন ফিচার। এর মাধ্যমেই না মনে পড়া গানগুলো অনায়াসে খুঁজে বার করা যাবে।

যদিও YouTube Music-এ এই ফিচারটি নতুন, তবে প্রায় চার বছর ধরে অ্যান্ড্রয়েডে এটি গুগল অ্যাপ্লিকেশনের অংশ ছিল। গত বছর থেকে তা অফিসিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশনের অংশ হয়েছিল।

advertisement

কিন্তু 9to5Google-এর একটি রিপোর্ট বর্তমানে অফিসিয়াল ভাবে অ্যান্ড্রয়েডে (৭.০২ ভার্সন অথবা তার উপরের ভার্সনগুলির ক্ষেত্রে) YouTube Music অ্যাপ্লিকেশনে চিহ্নিত করেছে।

YouTube Music অ্যাপ্লিকেশনের লেটেস্ট ভার্সন আপডেট করা সত্ত্বেও একাধিক ডিভাইসে খোঁজা হলেও এই সার্চ ফিচার পাওয়া যায়নি। কিন্তু যেহেতু ইতিমধ্যেই এটা ইউটিউব এবং গুগল অ্যাপের অংশ, ফলে YouTube Music-এর সাধারণ ব্যবহারকারীদের জন্য এটা উপলব্ধ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা!

advertisement

আরও পড়ুন- WhatsApp-এ আসছে ফেভারিট চ্যাট ফিল্টার, জানুন আপনার ঠিক কোন কাজে আসবে এই ফিচার

যে গানটা মনে মনে গুনগুন করছিলেন, সেটা খুঁজে পাওয়ার উপায় কী?

নিজের ডিভাইসে গান সার্চ করার ফিচার খুঁজতে YouTube Music অ্যাপের উপরের দিকের ডান কোণের যেতে হবে। সেখানে সার্চ আইকনে ক্লিক করতে হবে। সেখানে মাইক্রোফোন সাইনের পাশে একটা নতুন ঢেউয়ের মতো আইকনের দেখা মিলবে।

advertisement

নতুন আইকনে ক্লিক করলে এমন একটি পেজে পৌঁছে যাবেন, যেখানে উপরের দিকে লেখা থাকবে ‘প্লে, সিঙ্গ অথবা হাম আ সঙ্গ’-এর মতো কয়েকটি শব্দ। স্ক্রিনের নিচের দিকে দেখা যাবে ঢেউয়ের মতো অ্যানিমেশন।

আরও পড়ুন- ফোনে Truecaller ইনস্টল করেছেন? স্ক্যাম নিয়ে আর চিন্তা নেই, দেখে নিন পদ্ধতি

YouTube মিউজিক অ্যাপে এই ফিচারটি ব্যবহার করা যায়নি ঠিকই, তবে YouTube এবং Google অ্যাপ থেকে জানা যায় যে, বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক গান খুঁজে পেতে সক্ষম হয় AI অ্যালগরিদম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

YouTube Music-এর ক্ষেত্রে যে গানটি ব্যবহারকারী খুঁজতে চাইছেন, সেটা যদি অ্যাপটি খুঁজে বার করতে পারে, তাহলে একটি ফুল পেজ রেজাল্ট দেখা যায়। এর মধ্যে অন্যতম হল কভার আর্ট, গান, নাম, শিল্পী, অ্যালবাম, সাল এবং অফলাইনে বা প্লেলিস্টে সংরক্ষণ করার জন্য আইকন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সারাদিন গুনগুন করছেন, অথচ গানের নাম মনে পড়ছে না? অস্বস্তি কাটাবে YouTube Music
Open in App
হোম
খবর
ফটো
লোকাল