আসলে মানুষের চাহিদার কথা মাথায় রেখেই মোবাইল নির্মাতা সংস্থাগুলি প্রতিদিন নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করছে। স্মার্টফোনে আসছে নতুন নতুন প্রযুক্তি। ক্রমাগত বদলে যাচ্ছে, উন্নত থেকে উন্নততর হচ্ছে ডিজাইন এবং প্রযুক্তি। কিন্তু মোবাইল ফোনের চার্জারের দৈর্ঘ্য নিয়ে অনেকেই খুঁতখুঁত করেন।
এই প্রশ্ন অনেকের মনেই আসে, অনেকে বিরক্তও হন। জেনে নেওয়া যাক ঠিক কেন মোবাইল ফোনের চার্জারের তার এত ছোট হয়—
advertisement
আসলে এটা ভেবেচিন্তেই করা হয়। এর পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। তারের দৈর্ঘ্য ছোট হলে ফোনের SAR বিকিরণ এড়ানো যায়। কিছু রিপোর্টে বলা হয়েছে যে সংস্থাগুলি এমন করে যাতে ব্যবহারকারীরা স্মার্টফোনটি চার্জ করার সময় ফোন ব্যবহার না করেন।চার্জিং চালু থাকা অবস্থায় কথা বলা বিপজ্জনক হতে পারে। যদি কেবলটি ছোট হয় তবে চার্জ করার সময় ব্যবহারকারীর ফোন ব্যবহার করার সম্ভাবনা কমতে পারে।
আরও পড়ুন: ৪০% কম আর ৮০% এর বেশি ফোনে চার্জ দেবেন না! কেন জানেন?
চার্জার তারের ক্ষেত্রে, নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘ তারের অতিরিক্ত গরম হতে পারে। তাছাড়া, ভোল্টেজ ড্রপ হওয়ার ঝুঁকি বেশি থাকে, যা দুর্ঘটনা বা ডিভাইসের আশঙ্কা বাড়াতে পারে।শুধু তাই নয়, মোবাইল ফোনের চার্জার কেবলটি পোর্টেবল। যাতে সহজে বহন করা যায়, সেই কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। ছোট তার আরও বেশি কমপ্যাক্ট, আরও কম জায়গা নেবে। ফলে যিনি ভ্রমণে যাচ্ছেন তাঁর সুবিধা হবে।
আরও পড়ুন: চার্জার ছাড়াই যেকোনও জায়গায় করা যাবে মোবাইল চার্জ! শিখে নিন তিনটি দুর্দান্ত কৌশল
তবে এর বাইরে আরও একটা কারণ রয়েছে, যা আসলে নির্মাতাদের সুবিধার জন্য। আর তা হল খরচ। চার্জার কেবল তৈরি করতে নির্মাতাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তাই অর্থ সাশ্রয় করতেই ছোট তার তৈরি করতে চায় তারা।