বর্তমানে স্মার্টফোন প্রত্যেকের প্রতি মুহূর্তের সঙ্গী। তাই স্মার্টফোনের বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদে জেনে রাখলে তা দৈনন্দিন জীবনে সহায়ক হবে। ঠিক তেমনই এই LTE এবং VoLTE। ফোনের স্ক্রিনে দুটি শব্দ বহুবার দেখলেও এদের আসল অর্থ জানেন না বেশিরভাগ কেউই।
আরও পড়ুন: Deep Fake-এর পর নতুন আতঙ্ক ClearFake! সাইবার আক্রমণ থেকে কীভাবে বাঁচবেন? জানুন
advertisement
স্ক্রিনে লেখা LTE এবং VoLTE উল্লেখ্যযোগ্য পার্থক্য রয়েছে। আপনি উভয় ক্ষেত্রেই ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তবে এদের মধ্যে একটি পার্থক্য রয়েছে যা মোবাইল ব্যবহারের পদ্ধতিকে পরিবর্তন করে।
যখন আপনার মোবাইলে LTE লেখা থাকে, তখন আপনার ফোনে কল আসার সঙ্গে সঙ্গেই ইন্টারনেট কাজ করা বন্ধ করে দেয়। আবার, স্ক্রিনে VoLTE লেখা থাকলে আপনি কলের সময়ও অর্থাত্ ফোনে কথা বলার সময়ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে ইন্টারনেটের গতির কোনও পরিবর্তন হবে না।