সেই সব প্রস্তুতকারী সংস্থার তালিকায় রয়েছে Realme, Motorola, iQOO। তারাও চলতি মাসেই তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। এর মধ্যে বোধহয় সবথেকে ব্যস্ততার মধ্যে রয়েছে মোটোরোলা সংস্থাই। কারণ আগামী কয়েক মাসে ভারতে তাদের নতুন তিনটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে তারা। তাই কে কোনও নতুন ফোন লঞ্চ করছে, সেই তালিকাটায় (Phones Launching in September 2022) এক বার চোখ বুলিয়ে নেওয়া যাক।
advertisement
Motorola Edge 30 Ultra (১৩ সেপ্টেম্বর):
ভারতে চলতি সপ্তাহের গোড়াতেই অর্থাৎ ১৩ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে মোটোরোলার নতুন প্রিমিয়াম Motorola Edge 30 Ultra স্মার্টফোন। আর এটাই হল প্রথম স্মার্টফোন, যার মূল ক্যামেরা হবে ২০০ মেগাপিক্সেলের। মোটোরোলার এই নয়া ফোন সাম্প্রতিক Snapdragon 8+ Gen 1 চিপসেট দ্বারা চালিত। সেই সঙ্গে থাকছে ১২৫ ওয়াটের ফার্স্ট চার্জিংয়ের সুবিধাও। আর সেলফি তোলার ক্ষেত্রেও ৬০ মেগাপিক্সেলের এক বিশেষ আকর্ষণীয় ক্যামেরা রয়েছে এই ফোনে। এ-ছাড়াও ডিভাইসটিতে থাকবে OLED ডিসপ্লে, যা ১৪৪ হার্ৎজ রিফ্রেশ রেট স্ক্রিনের সুবিধা প্রদান করবে। এর পাশাপাশি, মোটোরোলা সংস্থা তাদের Moto Edge 30 Fusion এবং Moto Edge 30 Neo স্মার্টফোনও খুব শীঘ্রই বাজারে আনতে পারে।
Realme Narzo 50i Prime (১৩ সেপ্টেম্বর):
সেপ্টেম্বর মাসটা বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে রিয়েলমি (Realme) সংস্থার। কারণ ভারতে তাদের বহু পণ্য লঞ্চ করার কথা চলতি মাসেই। এই সংস্থার লঞ্চের তালিকায় শীর্ষে রয়েছে Narzo 50i Prime। মিড-লেভেল এই স্মার্টফোনটি Unisoc T612 চিপসেট দ্বারা চালিত। শুধু তা-ই নয়, দুর্দান্ত ডিজাইন এবং ফিনিশও এই ফোনের অন্যতম আকর্ষণ। এতে থাকছে ৫০০mAh ব্যাটারি। আর থাকছে ৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। ফলে অনুমান, ভারতে এই ফোনটির দাম হতে পারে ৮০০০ টাকার আশপাশে।
iQOO Z6 Lite (১৬ সেপ্টেম্বর):
iQOO-হল প্রথম ব্র্যান্ড, যারা আসন্ন Z6 Lite স্মার্টফোনে নয়া স্ন্যাপড্রাগন 4 Gen 1 5G চিপসেট ব্যবহার করতে চলেছে। এতে একটি এলসিডি প্যানেল-সহ ১২০ হার্ৎজের রিফ্রেশ রেট স্ক্রিন থাকতে পারে। এছাড়া থাকবে ৫০০০mAh ব্যাটারি, যা ১৮ ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করে। আর এই ফোনে ৫০ মেগাপিক্সিলের অটো-ফোকাস ক্যামেরা এবং এর পাশাপাশি একটি ফোর-কমপোনেন্ট কুলিং সিস্টেমও থাকবে।
Vivo V25 (১৫ সেপ্টেম্বর):
এই সপ্তাহেই ভারতের বাজারে আসতে চলেছে Vivo V25 5G স্মার্টফোন। আর এই বিষয়ে একটি টিজার প্রকাশ করা হয়েছে ভিভো-র (Vivo) তরফ থেকে। সংস্থার V সিরিজের আগের স্মার্টফোনগুলির মতো আসন্ন স্মার্টফোনের সেলফি ক্যামেরার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। এতে ভিডিও রেকর্ডিংয়ের জন্য থাকবে ৫০ মেগাপিক্সিলের এএফ সেলফি ক্যামেরা। এ-ছাড়া এই স্মার্টফোনে থাকবে আকর্ষণীয় নানা ফিচার। যেমন - রঙ পরিবর্তনকারী এজি গ্লাস ডিজাইন, ৮ জিবি পর্যন্ত RAM প্রভৃতি। আর V25 5G স্মার্টফোনটি MediaTek Dimensity 900 চিপসেট দ্বারা চালিত হবে।
Realme GT Neo 3 (১৬ সেপ্টেম্বর):
ভারতীয় বাজারে GT Neo 3-র T ভার্সন আনতে চলেছে রিয়েলমি সংস্থা। এই ফোন থাকবে ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট, আর এটি স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত। থাকবে ১২০ হার্ৎজ E4 AMOLED ডিসপ্লে। ক্যামেরার ক্ষেত্রেও থাকবে দুর্দান্ত চমক। ফোনের পিছনের তিনটি ক্যামেরার মধ্যে মূল সেন্সর হিসেবে থাকছে ৬৪ মেগাপিক্সেল ইউনিট। এ-ছাড়া রিয়েলমি-র আসন্ন ফোনে থাকছে Dolby Atmos স্পিকার এবং কুলিং সিস্টেমও।