ইটি টেলিকমের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, টেক বিশেষজ্ঞদের অনুমান, ২০২৪ সালের জুন থেকে স্মার্টফোনের দাম বৃদ্ধি পাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে অনেক বিশেষজ্ঞ এও বলছেন যে সরকার স্মার্টফোনের যন্ত্রাংশের উপর সাম্প্রতিক শুল্ক হ্রাস কমিয়ে দাম বৃদ্ধি কমাতে পারে। এছাড়াও, স্মার্টফোন নির্মাতারা নতুন স্মার্টফোনে মেমোরি কনফিগারেশন কমিয়ে খরচ নিয়ন্ত্রণ করতে পারে।
advertisement
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে, বাজার গবেষণা সংস্থা ট্রেন্ডফোর্সের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে যে ডিআরএএম (মেমোরি চিপ)-এর দাম বেড়েছে, যার কারণে কোম্পানিগুলি ফোনের দাম বাড়াতে পারে। এর পাশাপাশি চিপ উৎপাদনকারী সংস্থা স্যামসাং এবং মাইক্রোন মার্চ থেকে মোবাইল ফোনের দাম ১৫-২০ শতাংশ বাড়াতে চায় বলেও জানানো হয়েছে।বলে রাখা ভাল, ডিআরএএম-এর ক্রমবর্ধমান চাহিদার কারণে দাম বৃদ্ধি হতে পারে। বর্তমানে নতুন চিপসেটে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের চাহিদা বাড়ছে। অন্য দিকে, এলপিডিডিআর৫(এক্স) সরবরাহে সমস্যা রয়েছে।
আরও পড়ুন: সরস্বতী পুজোয় লাগবেই এই ফুল! কোন ফুল জানেন? কৃপা হবে দেবীর!
আগামী তিন মাসের মধ্যে বাজারে এর প্রভাব দেখা যাবে: বিশেষজ্ঞরা বলছেন, এসবই ঘটছে চিনা মুদ্রা শক্তিশালী হওয়ার কারণে। ভারতে স্মার্টফোনের যন্ত্রাংশ-সহ অনেক কিছুই চিন থেকে আমদানি করতে হয়। ভবিষ্যতে এর খরচ বাড়তে পারে। রিপোর্টে এও বলা হয়েছে যে আগামী তিন মাসের মধ্যে ফোনের দাম বাড়তে পারে। কারণ মোবাইল কোম্পানিগুলির কাছে বর্তমানে যন্ত্রাংশ বা অন্যান্য পর্যাপ্ত উপাদান রয়েছে। কিন্তু এর পর যখন কোম্পানি আবার ফোন তৈরি করবে তখন ফের যন্ত্রাংশের প্রয়োজন হবে। সেটা বেশি দামে আমদানি করতে হবে। তখনই দাম বাড়বে ফোনের। আগামী তিন মাসের মধ্যেই এমনটা হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।
