অনেকেই সার্চ করছেন যে মাল্টি প্লেয়ার অনলাইন গেম পাবজি (প্লেয়ার আননোনস্ ব্যাটেল গ্রাউন্ড)-কে গেমটি ঠিক কোথাকার। অনেকেই এই গেমটিকে চিনা বলে দাবি করেছেন। অনেকেই আবার গুগল প্লে স্টোরে গিয়ে এই গেমটির বাজে রিভিউ দিয়েছেন। প্রতিদিন প্রায় ৩ কোটি ইউজার এই গেমটি খেলে থাকেন।
advertisement
PUBG - এই গেমটি মোবাইল ও গেম কনসোল দুটিতেই খেলা যায় - PUBG ভার্সন হচ্ছে কনসোলের জন্য আর PUBG Mobile হচ্ছে মোবাইলের জন্য। দুটি গেমের সঙ্গে অনেকগুলি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে, তাদের মধ্যে রয়েছে পাবজি কর্পোরেশন, টেনসেন্ট গেমস, লাইটস্পিড অ্যান্ড কোয়ান্টাম, ক্রাফটন ইত্যাদি।
এদের মধে বেশিবভাগ কোম্পানিই চনে অবস্থিত। কিন্তু এই গেমটি তৈরি করেছিল ব্রেন্ডন গ্রীন, আয়ারল্যান্ডের একজন ভিডিও গেম ডিজাইনার। এই গেমটি প্রথমে তরি করা হয়েছিল শুধু মাত্র কম্পিউটার আর গেম কনসোলের জন্য আর এই গেমটিকে কিনেছিলে দক্ষিণ কোরিয়ান ভিডিয়ো গেম নির্মাতা ব্লুহোল (Bluehole)। টেনসেন্ট (Tencent), একটি চিনা কোম্পানি ২০১৭ সালে ব্লুহোল কোম্পানিতে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করে। শুরুতে ১.৫% শেয়ার কেনে কিন্তু এখন ব্লুহোল কোম্পানিতে সব থেকে বেশি শেয়ার টেনসেন্টের। তাই PUBG কর্পোরেশনের মূল পাবলিশার হল বিশ্বের বৃহত্তম গেম পাবলিশ করা সংস্থা টেনসেন্ট (Tencent)। চিনা এই সংস্থার সদর দফতর শেনঝেন প্রদেশে।