TRENDING:

শাহরুখের সঙ্গে সেলফি তুলতে চান? যেতে হবে না কাছে, করুন এই ছোট্ট কাজ, রাতারাতি হবেন ভাইরাল

Last Updated:

এখন ঘরে বসেই বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে তুলতে পারবেন সেলফি, অবিশ্বাস্য হলেও সত্যি! কারণ আপনার স্বপ্ন পূরণ করবে Google-এর এই ফিচার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Selfie With Shah Rukh Khan: বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে সেলফি তোলার স্বপ্ন কে না দেখেন! আর যাঁরা এই স্বপ্ন দেখেন, তাঁদের জন্য এবার এসে গেল সুখবর! কারণ মুম্বই না গিয়ে ঘরে বসেই ভক্তদের সেই স্বপ্ন সাকার হতে চলেছে। সৌজন্যে Google DeepMind। আসলে সম্প্রতি Google DeepMind-এর তরফে Gemini অ্যাপে লঞ্চ করা হয়েছে একটি নতুন ইমেজ-এডিটিং মডেল Nano Banana। প্রাথমিক ভাবে ব্যবহার করার পর দেখা গিয়েছে যে, এটি রিয়েলিস্টিক ভাবে ছবি এডিট করতে সক্ষম। সেই সঙ্গে ফেস বা মুখ এবং মুখের ফিচার একদম নিখুঁত ভাবে বজায় থাকে।
শাহরুখ খানের সঙ্গে সেলফি তোলার সুযোগ
শাহরুখ খানের সঙ্গে সেলফি তোলার সুযোগ
advertisement

কীভাবে একজন ব্যক্তির আইডেন্টিটি নিখুঁত ভাবে বজায় রাখতে পারে, সেটাই Nano Banana-র মূল বিশেষত্ব। আসলে এআই এডিটিং টুল কিন্তু ছোট ছোট সূক্ষ্ম বিষয় তুলে ধরতে পারে না। যেমন – অনেক সময় এই টুলগুলির এডিটিংয়ের ফলে হাসিটা নিখুঁত হয় না, চুলের স্টাইলও অস্বাভাবিক হয় অথবা মুখের গড়নও অনেক সময় ডিসটর্টেড হয়ে যায়। এই আপডেট সেই বিষয়গুলির ক্ষেত্রেই পরিবর্তন আনবে। তাই সেলিব্রিটিদের সঙ্গে দাঁড়িয়ে ছবি, রেট্রো লুক অথবা পারিবারিক ছবিতে পোষ্যদের অন্তর্ভুক্ত করা আরও সুবিধাজনক হয়ে গেল। আর এডিটেড সেই ছবিও একদম সত্যিকারের মতোই দেখাবে।

advertisement

আরও পড়ুন: এই দিন থেকে শুরু হচ্ছে Amazon Great Indian Festival Sale 2025, অর্ধেকের কম দামে কেনা যাবে স্মার্টফোন! কোন ফোনে কত দাম কমছে?

আর এই ফিচার ব্যবহারের পদ্ধতিটাও বেশ সহজ। এর জন্য নিজের একটি ছবি আপলোড করতে হবে। তারপর সেই ছবিতে নিজের পাশে শাহরুখ খানকে যোগ করার জন্য নির্দেশ দিতে হবে Gemini-কে। এটি এমন একটি ছবি তৈরি করে দেবে, যা দেখে মনে হবে, সেটি বাস্তবেই তোলা হয়েছে। কেউ নতুন আউটফিট ট্রাই করতে চাইলেও রয়েছে উপায়। এই টুলগুলি প্রফেশনাল ইউনিফর্ম, বলিউড কস্টিউম অথবা ক্যাজুয়াল স্টাইল স্যোয়াপ করে। সমস্ত এডিটে মুখ থাকবে একদম বাস্তবের মতোই।

advertisement

এই আপডেটটি মাল্টি-ফটো ব্লেন্ডিংও সাপোর্ট করে। একটি দুর্ধর্ষ পোর্ট্রেট তৈরি করার জন্য নিজের ছবির সঙ্গে পোষ্যের ছবিও কম্বাইন করা যাবে। আর এই মাল্টি-টার্ন এডিটিং অপশন আরও শক্তিশালী করে তোলে এই ফিচারকে।

আরও পড়ুন: Flipkart Big Billion Days Sale 2025 শুরু হচ্ছে এই তারিখ থেকে, জলের দরে iPhone 16, আর কী কী অফার থাকছে?

advertisement

আরও একটি ফিচার হল – ডিজাইন মিক্স করার ক্ষমতা। উদাহরণ হিসেবে বলা যায়, প্রজাপতির ডানার রঙ পোশাকে যোগ করা যেতে পারে, অথবা ফুলের পাপড়ির টেক্সচার ব্যবহার করে বুটও ডিজাইন করে নেওয়া যেতে পারে। নিখুঁত-নির্ভুল এডিট হয়ে গেলে এটিকে Gemini অ্যাপে একটি ভিডিও-য় কনভার্ট করতে হবে।

স্বচ্ছতা বজায় রাখার জন্য Nano Banana-য় এডিট করা প্রত্যেক ছবিতে একটি দৃশ্যমান ওয়াটারমার্ক এবং Google-এর অদৃশ্য SynthID ডিজিটাল ওয়াটারমার্ক থাকে। এটা স্পষ্ট করে দেবে যে, এই ছবিটি এআই-জেনারেটেড।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
শাহরুখের সঙ্গে সেলফি তুলতে চান? যেতে হবে না কাছে, করুন এই ছোট্ট কাজ, রাতারাতি হবেন ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল