বিজ্ঞানীরা একটি রিপোর্ট তৈরি করে বলেছেন, পৃথিবী ধ্বংস হবে আজ থেকে একটি নির্দিষ্ট দিন পরে৷ সেই সময় গোটা পৃথিবী থেকে মানব সভ্যতার অবলুপ্তি ঘটবে৷ সেটি যখন ঘটবে, তখন পৃথিবী থেকে একটি অধ্যায় যেন শেষ হয়ে যাবে৷ ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের গবেষক আলেকজান্ডার ফার্নসওয়ার্থ জানিয়েছেন, মানব সভ্যতা শেষ হয়ে যাবে পৃথিবীর ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে৷ অত্যাধিক গরমে পুড়ে মরতে হবে মানবজাতিকে৷ এই গরমের ফলে পৃথিবীতে তৈরি হবে একটি সুপার কন্টিনেন্ট, তাতে ক্রমাগত লাভা উদগীরণের মতো ঘটনা ঘটবে৷
advertisement
গবেষকরা জানিয়েছেন, দূরবর্তী সময়ে পৃথিবী ও মানবজাতির পরিণতি কী হবে, তা ভাবলেই শিউরে উঠতে হয়৷ বর্তমান সময়ের থেকে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে হে দ্বিগুণ৷ আগের থেকে ২.৫ শতাংশ বেশি পরিমাণ রেডিয়েশন বা বিকিরণ হবে৷ এর ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে প্রায় ৪০ থেকে ৭০ ডিগ্রি৷
এর ফরে প্রাণীর খাবারের উৎস ক্রমে কমে আসবে৷ ক্রমে এমন একটা সময় আসবে যে সময় স্তন্যপায়ী প্রাণী না খেতে পেয়ে মৃত্যুমুখে পতিত হবে৷ মানুষ-সহ আরও অনেক প্রাণী, যেগুলির শরীরে তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা তেমন নেই, তাঁদের মৃত্যু অনিবার্য৷ কিন্তু এর থেকে বাঁচার উপায়ও আছে৷ বিজ্ঞানীরা বলছেন, ফসিল ফুয়েল ব্যবহার কমালেই অনেকটা কাজ হবে৷ সেই সঙ্গে কমাতে হবে দূষণ, আরও বেশি করে গাছ রোপণ করতে হবে৷ তাতেই হবে অনেক কাজ৷