আর সেই পরিষেবা দেওয়ার বিষয়ে আকর্ষণীয় প্ল্যান এনেছে জিও ভারত৷ জিও ভারত ঘোষণা করেছে, মাত্র ৯৯৯ টাকায় এই ফোন পাওয়া যাবে৷ এটিতে থাকবে ইন্টারনেট পরিষেবা৷ বলা হয়েছে, অন্য সংস্থার থেকে এখানে ৩০ শতাংশ কম টাকায় ইন্টারনেট ও ৭ গুণ বেশি ডেটা পাবেন গ্রাহকরা৷ এই ফোনের বেসিক প্ল্যানে বলা হয়েছে, সর্বনিম্ন ১২৩ টাকা প্রতি মাসে সারা মাসজুড়ে আনলিমিটেড ফোন করতে পারবেন একজন গ্রাহক, পাশাপাশি, তিনি পাবেন মোট ১৪ জিবি ডেটা৷
advertisement
সারা বছরের প্ল্যানের খরচ হবে মোট ১২৩৪ টাকা৷ সেখানে সারা বছর আনলিমিটেড কল করতে পারবেন একজন গ্রাহক, পাশাপাশি, মোট ১৬৮ জিবি ডেটা পাবেন৷ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এটি অন্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির থেকে ২৫ শতাংশ কম টাকার বিনিময়ে পরিষেবা দেবে৷ যেখানে সারা বছরের প্ল্যানে অন্য সংস্থায় খরচ পড়ে ১৭৯৯ টাকা৷ তাতে আনলিমিডেট কলের পাশাপাশি মেলে ২৪ জিবি ডেটা৷
আরও পড়ুন – ২জি মুক্ত দেশ! সকলের জন্য ইন্টারনেট, রিলায়েন্স আনল ‘জিও ভারত’
আরও পড়ুন – দাম মাত্র ৯৯৯ টাকা ! জলের দরে দুর্দান্ত ফোন বাজারে আনল রিলায়েন্স
জুলাই মাসের ৭ তারিখ থেকে ১৯ লক্ষ জিও ভারত ফোনের যাত্রাপথ শুরু হবে, সেখানে পরীক্ষামূলক ভাবে বাজারে আসবে ১০ লক্ষ ফোন৷ মোট সাড়ে ছ’হাজার তহশিল জুড়ে এই ফোন ছড়িয়ে পড়বে৷
সংস্থার তরফ থেকে বলা হয়েছে, দেশের ২৫০ মিলিয়ন মানুষের কাছে ইন্টারনেট নির্ভর ফোন পৌঁছে দেওয়াই জিও ভারতের লক্ষ্য৷ যাঁরা এখনও টুজি নির্ভর ফোন ব্যবহার করছেন৷ রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন, ‘এখনও ভারতে ২৫০ মিলিয়ন মানুষ রয়েছেন, যাঁরা টু’জি যুগে পড়ে আছেন৷ তাঁরা ফোন-ইন্টারনেট মাধ্যমের প্রাথমিক বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত, যেখানে দেশে ফাইভ’জি পরিষেবা শুরু হয়েছে৷’
জিও ভারতের ফোনের নাম ‘ভি২’, এতে রয়েছে ১.৭৭ ইঞ্চি টিএফটি ডিসপ্লে৷ রয়েছে একটি এক হাজার এমএএইচের ব্যটারি৷ তবে ফোনটি জিও নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে৷ অর্থাৎ এটি ব্যবহার করতে হলে জিওর সিমকার্ড লাগবে৷ এ ছাড়াও এটিতে রয়েছে শক্তিশালী টর্চ লাইট ও এফএম রেডিও৷ পাশাপাশি, ৩.৫ মিমি একটি হেডফোন জ্যাক, থাকছে ০.৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা৷ এটিতে ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমরি কার্ড ব্যবহারেও সুযোগ থাকছে৷
এটিতে জিও পে-এর মতো ইউপিআই পেমেন্টের অপশন থাকবে, থাকবে জিও সিনেমার মতো অপশন৷ এছাড়াও থাকবে জিও সাভন, যেখানে আট কোটির বেশি গান রয়েছে৷
DISCLAIMER: Network18 and TV18 – the companies that operate news18.com – are controlled by Independent Media Trust, of which Reliance Industries is the sole beneficiary.