TRENDING:

গাড়ির পিছনে বসলেও বাঁধতে হবে সিটবেল্ট, না হলেই বাজবে অ্যালার্ম!

Last Updated:

Car Seat Belt: গাড়ির পেছনের আসনে বসা যাত্রীদের সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করতে ইতিমধ্যেই খসড়া বিধি তৈরি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গাড়িতে পেছনের আসনে বসে সিটবেল্ট ব্যবহার না করলেই বাজবে অ্যালার্ম। নয়া নিয়ম চালু করছে কেন্দ্রীয় সরকার। সামনের চালক ও এক যাত্রীর মতোই গাড়িতে পেছনের আসনেও যাত্রীদের সিটবেল্টের ব্যবহার বাধ্যতামূলক।
advertisement

সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে গাড়ির পেছনের আসনে বসা যাত্রীদের সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করতে ইতিমধ্যেই খসড়া বিধি তৈরি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক।

আরও পড়ুন- WhatsApp-এ নয়া ফিচার, এবার পাঠানো মেসেজ এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা

আগামী ৫ অক্টোবর পর্যন্ত এই বিধি নিয়ে মতামত জানাতে পারবেন সাধারণ নাগরিকরা। সম্প্রতি শিল্পপতি সাইরাস মিস্ত্রির দুর্ঘটনায় মৃত্যুর পর পেছনের আসনে সিটবেল্ট নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করে কেন্দ্রীয় সরকার।

advertisement

গাড়ির পেছনের আসনে বসেছিলেন তিনি এবং সিটবেল্ট পরে ছিলেন না সাইরাস। মাসখানেক আগে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ই-কমার্স সংস্থাগুলিকে অনুরোধ করেন, তারা যেন গাড়ির পেছনের আসনে বসা যাত্রীদের সিটবেল্ট লাগানো নিয়ে অ্যালার্ম নিষ্ক্রিয় করার সরঞ্জাম বিক্রি না করেন।

নীতিন গড়করি জানিয়েছেন, পথ দুর্ঘটনা এবং দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যায় রাশ টানতে চায় তাঁর মন্ত্রক। ২০২৪ এর মধ্যে পথ দুর্ঘটনা যাতে বন্ধ হয়, সে ব্যাপারে পথ খুঁজছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক।

advertisement

তিনি আরও জানান, চলতি বছরের মধ্যেই সমস্ত গাড়িতে ৬টি এয়ারব্যাগ বাধ্যকামূলক করতে চলেছে কেন্দ্রীয় সরকার। নীতিন গড়করি আরও বলেছেন, অত্যন্ত কড়াভাবে এই নিয়ম প্রয়োগ করা হবে। নিয়ম ভঙ্গ করলে কঠোর শাস্তি দেওয়ার বিধান থাকবে।

গত বছর বিশ্বব্যাঙ্কের রিপোর্ট জানায়, ভারতে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। বর্তমানে সমস্ত গাড়িতে পেছনের আসনেও সিটবেল্ট বাধ্যতামূলক করা হয়েছে। এবার থেকে পেছনের আসনে সিটবেল্ট না লাগালে এক হাজার টাকা জরিমানা দিতে হবে।

advertisement

আরও পড়ুন- Flipkart বিগ বিলিয়ান ডে'জ সেলে ৩০ হাজার টাকার কমে ৫টি দুর্দান্ত স্মার্টফোন

সড়ক পরিবহন মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে সিটবেল্ট না পরায় মৃ্ত্যু এবং আহতের সংখ্যা ১৫ হাজার ১৪৬ এবং ৩৯ হাজার ১০২ জন। মন্ত্রক সূত্রে খবর, সরকারের তরফে গাড়িতে যাতায়াতের সময় সিটবেল্ট পরার জন্য জনগণকে অনুরোধ করা হচ্ছে। এ

advertisement

ছাড়া সিটবেল্ট সংক্রান্ত অনেক ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সপ্তাহখানেক আগে এমনই একটি ভিডিও সামনে আসে , যা সিটবেল্ট না পরে গাড়ি চালানো চালকদের চোখ খুলে দেওয়ার জন্য যথেস্ট। এই ভিডিওটি প্রায় ৩ বছরের পুরোনো। তবে, এটি আবার ভাইরাল হচ্ছে। ভিডিওতে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা দেখানো হয়েছে। কিন্তু গাড়ির চালক রক্ষা পান। শুধুমাত্র সিটবেল্টের কারণে।

গাড়িতে বসানো ড্যাশক্যাম থেকে ভিডিওটি রেকর্ড করা হয়েছে। দেখা যাচ্ছে, গাড়িটি একটি জাতীয় সড়কে চলার সময় হঠাৎ সামনে থেকে একটি বড় ট্রাক আসে। ট্রাক আসার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তবে, সিটবেল্ট বাঁধা থাকায় চালকের গায়ে একটিও আঁচড় লাগেনি।

এরপরেই সরকারের বার্তা, শুধুমাত্র সামনের সিটে বসা চালক ও যাত্রীদের সিটবেল্ট পরা জরুরি নয়। একইসঙ্গে গাড়ির পেছনের সিটে বসা যাত্রীদেরও সিটবেল্ট পরা প্রয়োজন।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রাজীব চক্রবর্তী

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গাড়ির পিছনে বসলেও বাঁধতে হবে সিটবেল্ট, না হলেই বাজবে অ্যালার্ম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল