Samsung বলছে, এই ফোন ভারতের নিজস্ব 5G ফোন। Galaxy F06 5G দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। 4GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৯,৪৯৯ টাকা (এর মধ্যে ৫০০ টাকার ক্যাশব্যাক অফারও রয়েছে) থেকে। আর 6GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।
advertisement
‘রিপল গ্লো’ ফিনিশ-সহ 6.7 ইঞ্চির বড় HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে Galaxy F06 5G ফোনে। ৮০০ নিটস ব্রাইটনেস। দেখতেও স্লিম। মাত্র ৮ মিমি পাতলা। ওজন ১৯১ গ্রাম। আপাতত দুটি রঙে পাওয়া যাচ্ছে, বাহামা ব্লু এবং লিট ভায়োলেট।
ক্যামেরার ডিজাইন একেবারে নতুন। 50 মেগা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা (F1.8 অ্যাপারচার) দেওয়া হয়েছে। ছবি হবে স্পষ্ট ও উজ্জ্বল। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। উন্নতমানের ছবি তোলার অভিজ্ঞতা পাবেন ইউজাররা। সঙ্গে নিখুঁত সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: বুধ-রাহুর মহামিলন! ৩ রাশির সাফল্যের দরজা খুলে যাবে, হাতে কুবেরের ধন
Galaxy F06 5G -তে দেওয়া হয়েছে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন টেকনোলজি। ডাউনলোড এবং আপলোড স্পিড অনেক বেশি মিলবে। সঙ্গে হাই স্পিড ইন্টারনেট পাবেন গ্রাহকরা। লাইভ স্ট্রিমিং করতে বেগ পেতে হবে না। ভিডিও কলিংও অনেক উন্নত হবে। MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। AnTuTu স্কোর 416K। সব মিলিয়ে এই ফোন ব্যবহার করতে মজা পাবেন ইউজাররা। এমনই দাবি Samsung India-এর।
5000mAh-এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে। 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে দীর্ঘ সময় চার্জ থাকবে। ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না। নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে Samsung Knox Vault। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকছে।
Samsung India-এর MX Business-এর জেনারেল ম্যানেজার অক্ষয় এস রাও বলেন, “সবচেয়ে সাশ্রয়ী 5G স্মার্টফোন নিয়ে আসতে পেরে আমরা গর্বিত। 5G কানেকটিভিটি এখন সবার জন্য আরও সহজলভ্য হল। এর পারফরম্যান্স দুর্দান্ত। ডিজাইনও নজরকাড়া। Galaxy F06 5G শুধু একটা ফোন নয়, ডিজিটাল দুনিয়ার সঙ্গে গ্রাহককে যুক্ত করার অনন্য পদক্ষেপ। উন্নত পারফরম্যান্স, দুর্দান্ত ডিজাইন এবং সত্যিকারের 5G অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। প্রত্যেক ভারতীয়র জন্য খুলে যাবে সম্ভাবনার নতুন দরজা।”