মনে করা হচ্ছে, এর জন্য ব্যাটারি সাইজ কমাতে হয়েছে Samsung-কে। আর Edge সাইজ ডিজাইনকে সম্ভব করে তোলার জন্য একটা ক্যামেরা সরিয়ে দিতে হয়েছে। বলা হচ্ছে যে, ফ্ল্যাগশিপ-গ্রেড হার্ডওয়্যার অফার করছে Samsung। আর এই প্যাকেজে থাকছে নতুন ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা।
আরও পড়ুন- রিমোট থেকে এসি বন্ধ করেন? ঘণ্টা মেপে এসি চালিয়েও বাড়ছে বিদ্যুৎ বিল? আদৌ বন্ধ হচ্ছে মেশিন?
advertisement
ভারতে Samsung Galaxy S25 Edge-এর দাম: সমস্ত ভ্যারিয়েন্টের খুঁটিনাটি তথ্য
Samsung Galaxy S25 Edge-এর দুটি ভ্যারিয়েন্টের দাম ভারতে ঘোষণা করা হয়েছে।
Galaxy S25 Edge 256GB – ১,০৯,৯৯৯ টাকা
Galaxy S25 Edge 512GB – ১,২১,৯৯৯ টাকা
ইতিমধ্যেই ভারতে Samsung Galaxy S25 Edge-এর প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। দেশে এই স্মার্টফোনের সেল শুরু হচ্ছে আগামী ২৭ মে ২০২৫ তারিখ থেকে।
Samsung Galaxy S25 Edge-এর স্পেসিফিকেশন:
Samsung Galaxy S25 Edge-এ রয়েছে ৬.৭ ইঞ্চি Dynamic AMOLED 2x ডিসপ্লে। যার মধ্যে রয়েছে অ্যাডাপ্টিভ ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট স্ক্রিন। শুধু তা-ই নয়, এর ফ্রন্ট স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass Ceramic 2 প্রোটেকশন এবং অন্যান্য প্রিমিয়াম ডিসপ্লে ফিচার।
আর এই ফোনের সবথেকে বড় উল্লেখযোগ্য ফিচার হল এর নতুন ডিজাইন। যার জন্য কোম্পানি এই ফোনটিকে ৫.৮এমএম থিকনেস প্রদান করতে পেরেছে। এমনকী এর ওজন ১৬৩ গ্রাম করা গিয়েছে। ফলে এই সেগমেন্টের সবথেকে হালকা এই স্মার্টফোনটি। Galaxy S25 সিরিজের অন্যান্য মডেলের মতোই ময়লা এবং জলের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার জন্য এতে রয়েছে IP68 রেটিং। এটি চালিত হয় Snapdragon 8 Elite চিপসেট দ্বারা। মিলবে ১২ জিবি RAM এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ।
এই নতুন স্মার্টফোনে রয়েছে ৩৯০০mAh ব্যাটারি এবং এটি ২৫ ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করে। তবে এবারও ফোনের বাক্সে দেওয়া হচ্ছে না অ্যাডাপ্টর। এতে থাকছে Android 15 আউট অফ দ্য বক্স-এর উপর ভিত্তি করে তৈরি নতুন One UI 7 ভার্সন। আর অন্যান্য Galaxy S25 মডেলের মতোই সংস্থার থেকে এই ফোন 7 OS আপগ্রেড পাবে।