TRENDING:

জিও-র নেটওয়ার্ক পরিষেবা উন্নত করতে ৩০ হাজার কোটি টাকা লগ্নি করছে রিল্যায়েন্স

Last Updated:

নেটওয়ার্ক পরিষেবা আরও উন্নত করতে ও সিগন্যালের ক্ষমতা বাড়ানোর জন্য এবার ৩০ হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরিকল্পনা করছে রিল্যায়েন্স জিও ইনফোকম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের জিও-র ধামাকা ৷ লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে ৷ গত কয়েক মাসে ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের দুনিয়া বদলে গিয়েছে ৷ জিও-এর ফোর জি ইন্টারনেটের পরিষেবায় আপ্লুত গ্রাহকরা ৷ ফ্রিতে ভয়েস কল ও ৪জি ডেটার অফার নিয়ে আসার পর থেকেই মানুষের মধ্যে শোরগোল পড়ে গিয়েছিল জিও নিয়ে ৷ তবে সমস্যা একটাই  ৷ প্রথম থেকেই নেটওয়ার্কের সমস্যার কথা বহুবার জানিয়েছেন গ্রাহকরা ৷ বহু সময় ফোন করার সময় নেটওয়ার্ক সমস্যার কথা জানিয়েছেন গ্রাহকরা ৷ এবার গ্রাহকদের অভিযোগ দূর করে তাদের আরও ভালো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিল্যায়েন্স জিও ৷ এর জন্য ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছেন তারা ৷
advertisement

নেটওয়ার্ক পরিষেবা আরও উন্নত করতে ও সিগন্যালের ক্ষমতা বাড়ানোর জন্য এবার ৩০ হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরিকল্পনা করছে রিল্যায়েন্স জিও ইনফোকম ৷ এর জন্য তারা ৬০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ইতিমধ্যেই লঞ্চ করার সময় ১.৭১ কোটি টাকা ইনভেস্ট করেছিল রিল্যায়েন্স ৷ এই মুহূর্তে জিও-র গ্রাহক সংখ্যা প্রায় ৭০ মিলিয়ন ৷ কিন্তু মাঝেমধ্যেই দুর্বল ও কল ড্রপের সমস্যা ভুগতে হচ্ছে গ্রাহকদের ৷ তাই এই নতুন পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফে ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-র নেটওয়ার্ক পরিষেবা উন্নত করতে ৩০ হাজার কোটি টাকা লগ্নি করছে রিল্যায়েন্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল