TRENDING:

RIL AGM 2021 : 'ডিজিটাল বিপ্লবে নয়া দিগন্ত নতুন জিও স্মার্টফোন!' রিলায়েন্স পার্টনারশিপ নিয়ে উচ্ছ্বসিত সুন্দর পিচাই

Last Updated:

রিলায়েন্সের সঙ্গে এই নয়া উদ্যোগ নিয়ে উচ্ছ্বসিত গুগলের সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai)। তিনি তাঁর ট্যুইটার বার্তায় লেখেন এই নতুন সাশ্রয়ী মূল্যের জিও স্মার্টফোন দিয়ে শুরু হতে চলেছে ভারতের ডিজিটাইজেশনকে ত্বরান্বিত করার আরও এক বৈপ্লবিক প্রয়াস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

সোশ্যাল মাধ্যম ট্যুইটারে সুন্দর পিচাই লেখেন, রিলায়েন্সের সঙ্গে আমাদের অংশীদারিত্বর মধ্যে দিয়েই আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলি ঘোষণা করতে আগ্রহী। JioPhone Next নিয়ে Google CEO সুন্দর পিচাই বলছেন, 'এই কঠিন সময়ে আমাদের জীবন আরও অনলাইনের দিকে এগিয়ে চলেছে। তাই প্রযুক্তিকে আরও বেশি গুরুত্ব দিলে, তা সবার জন্যই মঙ্গল। Reliance Jio-র সঙ্গে হাত মিলিয়ে কাজ করার এই অভিজ্ঞতা আমাদের হৃদয়ে থেকে যাবে।'

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুন্দর পিচাই এদিন আরও বলেন যে, 'এই সস্তার নতুন JioPhone Next আরও বিপুল পরিমাণে মানুষের জন্য ইন্টারনেট ব্যবহার করার একটা রাস্তা তৈরি করে দেবে।' এই JioPhone Next-এ থাকছে একটি অপ্টিমাইজড অপারেটিং সিস্টেম। আর এই অপারেটিং সিস্টেম দেওয়ার কাজই করছে Google। আসলে এটি Android-এর একটি স্পেশ্যাল ভার্সন দ্বারা চালিত হবে। এর আগে এই সেগমেন্টে কোম্পানি JioPhone এবং JioPhone 2 এই দুটি ফিচার ফোন লঞ্চ করেছিল। সেই জায়গায় এবার নতুন ভার্সন আসছে, যা স্মার্টফোন এবং 4G সাপোর্টেড। চলতি বছরের 10 সেপ্টেম্বর থেকে ভারতীয়রা এই JioPhone Next কিনতে পারবেন বলে জানিয়েছেন মুকেশ আম্বানি।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
RIL AGM 2021 : 'ডিজিটাল বিপ্লবে নয়া দিগন্ত নতুন জিও স্মার্টফোন!' রিলায়েন্স পার্টনারশিপ নিয়ে উচ্ছ্বসিত সুন্দর পিচাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল