TRENDING:

Reno14: পকেটে পড়বে না বাড়তি চাপ, এদিকে দারুণ ফিচার্সে ঠাসা OPPO-র নতুন রেঞ্জ রেনো ১৪, চমকে যাবেন

Last Updated:

Reno14 Pro 5G: Reno14 সিরিজ বাজারে আনল OPPO India; রইল এর দাম এবং বিশেষ ফিচার-সহ সমস্ত খুঁটিনাটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সম্প্রতি Reno14 সিরিজ লঞ্চ করল OPPO India। এই সিরিজে থাকতে চলেছে Reno14 এবং Reno14 Pro। আর যেসব ব্যবহারকারীরা একটি স্মার্টফোনের প্রত্যেকটি ফিচার থেকে পারফরম্যান্স, পাওয়ার এবং স্পষ্টতার দাবি রাখেন, তাঁদের জন্য এটি একটি সম্পূর্ণ স্মার্টফোনের অভিজ্ঞতা প্রদান করবে। এর পাশাপাশি Reno14 এবং Reno14 Pro ব্যবহারকারীদের ছবি তোলা, এডিট করার অভিজ্ঞতাই বদলে দেবে। কারণ এই দুই স্মার্টফোনে রয়েছে লসলেস 3.5x অপটিক্যাল জ্যুম + 120x পর্যন্ত ডিজিটাল জ্যুম, অ্যাডভান্সড এআই এডিটিং টুলস এবং ওয়াটার রেজিস্ট্যান্ট ডিউরেবিলিটি। ফলে এই দুই ফোনই হতে চলেছে অল-রাউন্ডার, যা সমস্ত রকম জীবনযাত্রায় নিজেকে মানিয়ে নিতে পারবে। এর পাশাপাশি Reno14 সিরিজে রয়েছে সবথেকে বেশি সংখ্যক এআই ইমেজিং এবং প্রোডাক্টিভিটি ফিচার। ফলে এই সিরিজের দামও তেমন গ্রাহকদের গায়ে লাগবে না। প্রথম সেলস পিরিয়ডের সময় এই সিরিজের প্রারম্ভিক মূল্য থাকছে ৩৪২০০ টাকা।
সম্প্রতি Reno14 সিরিজ লঞ্চ করল OPPO India
সম্প্রতি Reno14 সিরিজ লঞ্চ করল OPPO India
advertisement

অতুলনীয় স্থায়িত্ব, প্রিমিয়াম ক্র্যাফ্টম্যানশিপ:

OPPO যে Reno14 সিরিজটি তৈরি করেছে, তা অসাধারণ এবং টেকসই। উভয় মডেলেই রয়েছে অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম। আর সবথেকে বড় কথা হল, এই ক্যাটাগরির খুব কম স্মার্টফোনের মধ্যেই এই প্রিমিয়াম মেটাল বিল্ড পাওয়া যায়। কারণ এই ক্যাটাগরিতে অন্য স্মার্টফোনে সাধারণত প্লাস্টিক বডি দেখা যায়। ওয়ান-পিস স্কাল্পটেড গ্লাসের সঙ্গে এই মেটাল বডিটি ইন-হ্যান্ড ফিল বাড়ায়। যা উল্লেখযোগ্য ভাবে এর শক্তি এবং আয়ুও বৃদ্ধি করে।

advertisement

OPPO যে Reno14 সিরিজটি তৈরি করেছে, তা অসাধারণ এবং টেকসই জানালেন অপূর্বা শ্রীবাস্তব,প্রডাক্ট কমিউনিকেশনস, ম্যানেজার, OPPO India

Corning® Gorilla® Glass 7i এবং IP66, IP68 ও IP69 সার্টিফিকেশনের মাধ্যমে এই স্মার্টফোনের স্থায়িত্ব বৃদ্ধি করে OPPO। যা 80°C পর্যন্ত ধুলো-বালি বা ডাস্ট, ইমারশন এবং উচ্চ চাপযুক্ত গরম জলের বিরুদ্ধে সুরক্ষা গড়ে তোলে। এমনকী USB পোর্টটিতে রয়েছে প্ল্যাটিনাম কোটিং, যা ক্ষয় এবং আর্দ্রতার হাত থেকে সুরক্ষা প্রদান করে। সংশ্লিষ্ট কোম্পানির Sponge Bionic Cushioning ডিজাইনটি অনেকটা প্রাকৃতিক সমুদ্রের স্পঞ্জের কাঠামোর মতো। যা এই সিরিজের ফোনের অভ্যন্তরীণ উপাদানগুলিকে ড্রপ এবং শক থেকে রক্ষা করে।

advertisement

আরও পড়ুন –  রোমান্সে টইটম্বুর, মাত্র ১ টেকে শ্যুুট হয়েছিল এই গান, এখনও দেখলে ভেসে যান দর্শক-শ্রোতারা, ৫৪ বছর আগের সোনালি স্মৃতি

এই ডিভাইসগুলিতে রয়েছে ল্যুমিনাস, মাল্টি-লেয়ার ইরিডিসেন্ট ফিনিশ। যা একটি ১২-লেয়ার প্রিসিশন কোটিং প্রসেসের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটি আলোকে গতিশীল ভাবে প্রতিফলিত করে। Velvet Glass-সহ Pearl White এবং একটি রিফ্লেক্টিভ ম্যাট ফিনিশ-সহ Titanium Grey রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে Reno14 Pro। অন্যদিকে আবার Reno14-এর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে একটি ল্যুমিনাস লুপ ডেকো-সহ Pearl White এবং Forest Green রঙের বিকল্প।

advertisement

ইমারসিভ ডিসপ্লে, আল্ট্রা-স্লিম ডিজাইন:

উভয় মডেলেই রয়েছে গ্লাভস-ফ্রেন্ডলি, আল্ট্রা-স্লিম-বেজেল 120Hz LTPS AMOLED ডিসপ্লে। যা 1200 নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করে। ফলে তীব্র রোদের আলোয়, রাতে গাড়ি চালানোর সময়, অথবা ঘরের ভিতরে বিশ্রাম করার সময় স্ক্রিনের ভিজ্যুয়ালগুলি প্রাণবন্ত এবং শার্প থাকে।

Reno14 Pro-এ 6.83-ইঞ্চি ফ্লেক্সিবেল AMOLED ডিসপ্লে রয়েছে। তবে Reno14-এ তার তুলনায় একটু ছোট 6.59-ইঞ্চির স্ক্রিন রয়েছে। উভয়ের মধ্যেই 1.5K রেজোলিউশন এবং ৯৩ শতাংশের বেশি স্ক্রিন-টু-বডি রেশিও রয়েছে। যা দেখার জন্য দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করে।

advertisement

দুর্ধর্ষ বিল্ড কোয়ালিটি এবং মজবুত ডিজাইন থাকা সত্ত্বেও এই সিরিজের উভয় মডেলর ওজনই বেশ হালকা এবং স্লিম। Reno14 Pro-র ওজন মাত্র ২০১ গ্রাম। যেখানে Pearl White-এর ক্ষেত্রে ৭.৫৮ মিমি স্লিম প্রোফাইল এবং Titanium Grey-র ক্ষেত্রে ৭.৪৮ মিমি স্লিম প্রোফাইল পাওয়া যাবে। অন্যদিকে Reno14 একটি ভ্রমণ-বান্ধব স্মার্টফোন। এর ওজন ১৮৭ গ্রাম। আর এতে রয়েছে একটি স্লিক ৭.৪২ মিমি বডি।

ফ্ল্যাগশিপ ইমেজিং:

Reno14 সিরিজটি এখনও পর্যন্ত OPPO-র সবচেয়ে উন্নত ক্যামেরা সিস্টেম নিয়ে এসেছে। যা ক্রিয়েটর, এক্সপ্লোরার এবং স্টোরিটেলারদের কথা বিশেষ ভাবে মাথায় রেখে তৈরি করা হয়েছে। প্রথমবারের মতো Reno14 এবং Reno14 Pro উভয় ফোনেই 3.5x টেলিফটো লেন্স রয়েছে। ক্যামেরা সিস্টেমের কথা বলতে গেলে এই ফোনে 3.5x টেলিফটো লেন্স-সহ 50MP Hypertone ক্যামেরা সেট-আপ থাকবে। যা মনুমেন্ট থেকে রাস্তার দৃশ্য দারুণ ভাবে ক্যাপচার করবে। এর পাশাপাশি ব্যবহারকারীরা AI-পাওয়ার্ড হাইব্রিড জ্যুম ব্যবহার করে 120x পর্যন্ত জ্যুম করতে পারেন। ফলে দূরের কোনও দৃশ্য অথবা সূক্ষ্ম স্মৃতিস্তম্ভের ছবি তোলা এবং ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির জন্য এই সিরিজের ফোন একেবারে উপযুক্ত।

Reno14 Pro-তে থাকা তিনটি রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরার সাহায্যে 60fps-এ Cinematic 4K HDR ভিডিও রেকর্ড করা সম্ভব। শুধু তা-ই নয়, ব্যবহারকারীরা ভিডিও রেকর্ড করার সময় নিজেদের প্রয়োজনে মেন, ওয়াইড এবং টেলিফটো লেন্সের মধ্যে সহজেই স্যুইচ করতে পারেন। ফলে এই ফোনটি ভ্লগ, ট্র্যাভেল ডকুমেন্টারি কিংবা সোশ্যাল রিলের জন্য একেবারে আদর্শ। আবার Reno14 স্মার্টফোনটিও টেলিফটো, মেন এবং ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে একই রকম ভিডিও তোলার অভিজ্ঞতা প্রদান করে।

Triple Flash Array কম আলোতেও নিখুঁত ছবি তোলার অভিজ্ঞতা প্রদান করে। নির্দিষ্ট লেন্সে ক্যালিব্রেটেড ফ্ল্যাশ এবং টেলিফোটোর জন্য একটি ডেডিকেটেড লেন্স এই সিস্টেমটিকে আরও জোরালো করে তুলেছে। ফলে রিচ কনট্রাস্ট এবং ক্ল্যারিটি-সহ রাতের মার্কেট কিংবা রাতের আলোকিত কাফের দৃশ্য ক্যাপচার করা অনেক সহজ হয়ে যাবে।

শুধু তা-ই নয়, রয়েছে একটি Underwater Photography Mode। এর কারণে ব্যবহারকারীরা 4K ভিডিও অথবা কেস ছাড়াই জলের নীচে অনায়াসে ছবি তুলতে পারবেন। সাধারণত পুলের দৃশ্য, বর্ষার দৃশ্য বা সমুদ্রের তীরে অবসরযাপনের মুহূর্তের জন্য উপযুক্ত।

ইমেজিংয়ের ক্ষেত্রে সর্বকালের সর্বাধিক AI ফিচার:

সকল ব্যবহারকারীর জন্য AI-কে অ্যাক্সেসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে OPPO। আর সেই প্রতিশ্রুতি রাখতেই Reno14 সিরিজ নিজের সেগমেন্টে ফটোগ্রাফি এবং ইমেজিংয়ের জন্য সর্বাধিক সংখ্যক এআই টুল ইন্টিগ্রেট করেছে ওই সংস্থা। এই ফিচারগুলি ফোনটিকে ক্যামেরার তুলনায় আরও শক্তিশালী করে তোলে।

AI Editor 2.0-এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি ভিডিও-কে ছবিতে রূপান্তরিত করতে পারবেন। সেই সঙ্গে একটি ভুল গ্রুপ শটকে ঠিক করতে পারবেন ব্যবহারকারীরা। এমনকী কোনও বন্ধু সেই গ্রুপ থেকে মিসিং থাকেন, তাঁর ছবিও অ্যাড করা যাবে।

১. AI Editor 2.0 এর অধীনে AI Recompose একটি সিঙ্গেল ট্যাপের মাধ্যমে প্রফেশনাল ফ্রেমিংয়ে সাহায্য করে। যা পোর্ট্রেট, মনুমেন্ট এবং স্ট্রিট ফটোগ্রাফির জন্য একেবারে আদর্শ

২. AI Editor 2.0 এর অধীনে AI Perfect Shot ব্যবহারকারীদের গ্যালারি থেকে মুখের প্যাটার্ন জেনে নিয়ে মিসড এক্সপ্রেশন শনাক্ত করে তা বদলে দিতে পারে।

এর পাশাপাশি Reno14 সিরিজে রয়েছে AI Livephoto 2.0, AI Best Face, AI Unblur, AI Studio, AI Reflection Remover এবং AI Eraser 2.0-র মতো গুরুত্বপূর্ণ সব ফিচার। ফলে বোঝাই যাচ্ছে যে, এটি AI-ফার্স্ট ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদান করে। যা এই প্রাইস রেঞ্জের যে কোনও প্রতিদ্বন্দ্বীর কাছে এই সিরিজটিকে অতুলনীয় করে তোলে।

ফ্ল্যাগশিপ পারফরম্যান্স, ট্র্যাভেল-টেস্টেড রিলায়েবিলিটি:

Reno14 Pro 5G MediaTek Dimensity 8450 All-Big-Core প্রসেসর দ্বারা চালিত হয়। যা ৪১ শতাংশ উন্নত মাল্টি-কোর পারফরম্যান্স এবং ৪৪ শতাংশ হায়ার পাওয়ার এফিশিয়েন্সি প্রদান করে। সেই সঙ্গে EIS-এর মাধ্যমে ভিডিও স্টেবিলিটিকে আরও অপ্টিমাইজ করে। একটি ১.৬৬ মিলিয়ন AnTuTu স্কোরের সঙ্গে এর  7-core Mali-G720 GPU এবং NPU 880 আবার উন্নত AI এবং সৃজনশীল কাজের ভার অনায়াসে পরিচালনা করতে পারে।

Reno14 5G-তে কাজে লাগানো হয়েছে Dimensity 8350 চিপসেট। সেই সঙ্গে সহজ মাল্টিটাস্কিং, গেমিং এবং এআই-এর কাজে সাহায্য করার জন্য Mali-G615 six-core GPU এবং NPU 780 সাপোর্টও রয়েছে।

থার্মাল থ্রটলিং প্রতিরোধ করার জন্য OPPO-তে রাখা হয়েছে Nano Dual-Drive Cooling System। যা আল্ট্রা-কনডাকটিভ গ্রাফাইট এবং Reno সিরিজের সর্ববৃহৎ ভেপার চেম্বারকে একত্রিত করেছে। ৩৫ ডিগ্রি সেলসিয়াস পরিবেশগত পরিস্থিতিতে 90fps-এ ৩ ঘণ্টা BGMI করার পরেও Reno14 Pro 5G 5G বজায় রাখতে পেরেছে সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এর সঙ্গে AI Adaptive Frame Booster এবং AI Temperature Control ভিজ্যুয়াল মসৃণ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে গেমিং আর স্ট্রিমিংকে আরও উন্নত করে। আবার AI LinkBoost 3.0-র জন্য কানেক্টিভিটিও মসৃণ থাকে। যা রিয়েল-টাইম নেটওয়ার্ক কোয়ালিটির উপর ভিত্তি করে মোবাইল ডেটা এবং ওয়াই-ফাইয়ের মধ্যে স্যুইচ করতে পারে।

দুর্ধর্ষ ব্যাটারি এবং স্মার্ট ফাস্ট চার্জিং:

Reno14-এ রয়েছে শক্তিশালী ৬০০০mAh ৫ বছর ডিউরেবল ব্যাটারি। সঙ্গে রয়েছে 80W SUPERVOOC™ ফাস্ট চার্জিংও। আবার Reno14 Pro-এ রয়েছে আরও শক্তিশালী ৬২০০mAh ৫ বছর ডিউরেবল ব্যাটারি। সঙ্গে থাকবে 50W AIRVOOC™ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। Reno14 Pro-এর ১০ মিনিটের টপ-আপ ১৩.২ ঘণ্টার কলিং, ১৪ ঘণ্টার Spotify অথবা ৭ ঘণ্টার YouTube স্ট্রিমিংয়ের সুবিধা প্রদান করবে। উভয় ব্যাটারিতেই রয়েছে ৫ বছরের রেটিং। যা ধারাবাহিক ভাবে পারফরম্যান্স প্রদান করবে।

ColorOS 15: Google Gemini-তে ব্যবহারকারীর জন্য কাজ করে এমন AI:

ColorOS 15-এর কারণে Reno14 সিরিজ হয়ে উঠেছে আরও স্মার্ট। যা প্রোডাক্টিভিটি বুস্টারও বটে! ফলে ব্যবহারকারীরা একইসঙ্গে নিজের ব্যক্তিগত জীবন এবং কাজকে একসঙ্গে সামাল দিতে পারবেন। Trinity Engine আবার সিস্টেম ফ্লুয়িডিটি এবং মেমোরি ম্যানেজমেন্টকে উন্নত করবে। সেই সঙ্গে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতাও নিশ্চিত হবে। Luminous Rendering Engine আবার মসৃণতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে।  এর সৌজন্যে রয়েছে Google Gemini AI-এর সঙ্গে ইন্টিগ্রেশন। ব্যবহারকারীরা কথা বলে বা গলার স্বরের মাধ্যমেই Notes, Clock এবং Calendar-এর মতো অ্যাপ নিয়ন্ত্রণ করতে পারবেন। যা রিমাইন্ডার সেটিং, ট্র্য়াভেল ভ্লগ লেখা অথবা টাস্ক শিডিউল করার ক্ষেত্রে সুবিধা প্রদান করবে।

AI প্রোডাক্টিভিটি টুলস দৈনন্দিন এফিশিয়েন্সি বৃদ্ধি করে:

১. আসলে রিয়েল-টাইমে ভয়েস অনুবাদ এবং ক্যামেরা-ভিত্তিক টেক্সট রেকগনিশনকে সমর্থন করে Translate।

২. তাৎক্ষণিক ভাবে কথোপকথনের প্রতিলিপি করে এবং বিষয়বস্তুর সারসংক্ষেপ করে AI VoiceScribe।

৩. AI Mind Space স্ক্রিনশট, ছবি এবং নোটগুলিকে একটি অনুসন্ধানযোগ্য টাইমলাইনে একত্রিত করে, যা স্বয়ংক্রিয় ভাবে গুরুত্বপূর্ণ তারিখগুলি শনাক্ত করে এবং সিঙ্গেল-ট্যাপ ক্যালেন্ডার এন্ট্রি অফার করে।

এছাড়া AI Summary, AI Rewrite এবং Extract Chart-এর মতো শক্তিশালী টুলসও অন্তর্ভুক্ত রয়েছে Documents অ্যাপ। ফলে তরুণ প্রফেশনালদের জন্য এটি অপরিহার্য হয়ে উঠবে। AI Toolbox 2.0-এ রয়েছে কিছু প্রোডাক্টিভিটি ফিচার। এর মধ্যে অন্যতম হল – Screen Translator, AI Writer, AI Reply এবং AI Recording Summary। যা অফিস মিটিংকে ইংরাজি, হিন্দি এবং তামিল ভাষায় রেকর্ড করতে পারবে।

আত্মপ্রকাশ করল OPPO Pad SE:

Reno14 সিরিজের পাশাপাশি OPPO Pad SE লঞ্চ করেছে OPPO India। এটি একটি আল্ট্রা-ডিউরেবল, বাজেট ফ্রেন্ডলি ট্যাবলেট। যা প্রত্যেকদিনের বিনোদন, আনন্দ এবং সৃজনশীলতার সুযোগ তৈরি করবে।

OPPO Pad SE ব্যতিক্রমী এনডিউরেন্স প্রদান করে। যা 33W SUPERVOOC™ ফাস্ট চার্জিংয়ের সঙ্গে ৯৩৪০mAh ব্যাটারি ক্যাপাসিটি প্রদান করে। ফলে ব্যবহারকারীরা টানা ১১ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লে-ব্যাকের সুবিধা পেয়ে যাবেন। এতে রয়েছে একটি বড় ১১ ইঞ্চি LCD Eye-Care Display। সঙ্গে মিলবে অপ্টিমাল ১৬:১০ আস্পেক্ট রেশিও এবং এর ব্রাইটনেসের মাত্রা ৫০০ নিটসে পৌঁছে যেতে পারে।

Low Blue Light এবং Flicker-Fre পারফরম্যান্সের জন্য OPPO Pad SE আবার পেয়েছে ড্যুয়াল TÜV Rheinland সার্টিফিকেশন। সেই সঙ্গে রয়েছে স্লিক ৭.৩৯ মিমি-থিক বডি। OPPO Pad SE-র ক্ষেত্রে মিলবে দুটি কালার অপশন: Starlight Silver এবং Twilight Blue।

দাম এবং কোথায় পাওয়া যাবে?

Reno14 Pro 5G-র 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম ৪৯৯৯৯ টাকা এবং 12GB+512GB ভ্যারিয়েন্টের দাম ৫৪৯৯৯ টাকা। আবার Reno14 5G-র 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম ৩৭৯৯৯ টাকা, 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম ৩৯৯৯৯ টাকা এবং 12GB + 512GB ভ্যারিয়েন্টের দাম ৪২৯৯৯ টাকা।

OPPO Pad SE কেনা যাবে ফ্লিপকার্ট, OPPO Online Store এবং Selected OPPO Brand Store। এর 4GB + 128GB WiFi ভ্যারিয়েন্টের দাম ১৩৯৯৯ টাকা। এর পাশাপাশি 6GB + 128GB LTE ভ্যারিয়েন্টের দাম ১৫৯৯৯ টাকা এবং 8GB + 128GB LTE ভ্যারিয়েন্টের দাম ১৬৯৯৯ টাকা।

OPPO Reno14 Series পাওয়া যাবে Amazon, Flipkart, Mainline Retail Outlets এবং OPPO E-store-এ। এর সঙ্গে মিলবে দারুণ দারুণ অফারও:

১. Reno14 সিরিজ কেনা যাবে ৬ মাসের No Cost EMI অপশনে।

২. Reno14 সিরিজ কেনা যাবে ফ্লেক্সিবেল ইএমআই প্ল্যানে। যা শুরু হচ্ছে মাসিক মাত্র ২১১১ টাকা থেকে।

৩. Credit Card EMI-এর জন্য ইএমআই-এর মাধ্যমে লেনদেনের পরিমাণের উপর ৫০০০ টাকা পর্যন্ত ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিলবে। আবার সিলেক্টেড ব্যাঙ্ক পার্টনারদের সঙ্গে Credit Card Non-EMI-এ ৩.৫ হাজার টাকা ক্যাশব্যাক মিলবে।

৪. ১০ মাস পর্যন্ত সমস্ত প্রথম সারির ফিনান্সারদের থেকে জিরো ডাউন পেমেন্ট স্কিম মিলবে।

৫. লিডিং ট্রেন-ইন পার্টনারদের সঙ্গে পাঁচ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।

৬. ৫২০০ টাকায় ৩ মাসের জন্য মিলবে Google One 2TB Cloud + Gemini Advanced।

৭. Jio ১১৯৯ টাকার প্রিপেড প্ল্যানের সঙ্গে ৬ মাসের জন্য ১০টি ওটিটি অ্যাপে প্রিমিয়াম অ্যাক্সেস মিলবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৮. ১৮০ দিনের Additional Warranty এবং Screen Damage Protection মিলবে। তার জন্য কোনও খরচ করতে হবে না।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Reno14: পকেটে পড়বে না বাড়তি চাপ, এদিকে দারুণ ফিচার্সে ঠাসা OPPO-র নতুন রেঞ্জ রেনো ১৪, চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল