তাই জিও সিনেমা দেখা প্রায় অসম্ভব ৷ কারণ জিও সিনেমাতে আপনি সিনেমা যদি মিডিয়াম কোয়ালিটিতে দেখেন তাহলে আপনার ৯৮৫ এমবি খরচ হয়ে যাবে ৷ অন্যদিকে হাই কোয়ালিটিতে দেখলে লাগবে ১.৯১ জিবি ৷ অথার্ৎ আপনার দিনের পুরো লিমিটই শেষ হয়ে যাবে ৷ তাই গ্রাহকদের জন্য নতুন একটি নতুন ফিচার নিয়ে এল জিও ৷ ‘জিও সিনেমা’ অ্যাপে এসে গেল স্মার্ট ডাউনলোড ফিচার৷
advertisement
এই ফিচারের মাধ্যমে ডাউনলোডকে ‘শিডিউল’ করে রাখতে পারবেন ৷ রাত ২ থেকে ৫ টার মধ্যে আপনি আপনার পছন্দের সিনেমা বা ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন ৷ এই সময়টার নাম দেওয়া হয়েছে ‘হ্যাপি আওয়ার্স’ যখন কোনও ডেটা লিমিট থাকবে না এবং সম্পূর্ণ ডাউনলোড হবে একদম বিনামূল্যে ৷ ঘুমাতে যাওয়ার আগে ‘শিডিউল’ করে সিনেমা ডাউনলোডে বসিয়ে দিন৷ সকালে উঠে দেখবেন ডাউনলোড হয়ে গিয়েছে ৷
advertisement
Location :
First Published :
February 11, 2017 4:35 PM IST